TRENDING:

Zayed Khan-Sayantika Banerjee: আমি সব সুপারস্টারের সঙ্গে কাজ করেছি! টলিউড হোক বা ভারতীয়, ছবি বিতর্কে সায়ন্তিকা

Last Updated:
Zayed Khan-Sayantika Banerjee: ছবির শ্যুটের জন্য বাংলাদেশে উড়ে গিয়েছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। প্রতিবেশী দেশে প্রথম ছবি তাঁর। নাম 'ছায়াবাজ'। বিপরীতে জায়েদ খান। তাজু কামরুল পরিচালিত এই ছবির কাজ আপাতত বিশ বাঁও জলে।
advertisement
1/7
আমি সব সুপারস্টারের সঙ্গে কাজ করেছি! টলিউড হোক বা ভারতীয়, ছবি বিতর্কে সায়ন্তিকা
দিন কয়েক আগের কথা। ছবির শ্যুটের জন্য বাংলাদেশে উড়ে গিয়েছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। প্রতিবেশী দেশে প্রথম ছবি তাঁর। নাম 'ছায়াবাজ'। বিপরীতে জায়েদ খান। তাজু কামরুল পরিচালিত এই ছবির কাজ আপাতত বিশ বাঁও জলে। অভিযোগ উঠেছিল, ছবির তরুণ নৃত্য পরিচালক খারাপ ব্যবহার করেছিলেন সায়ন্তিকার সঙ্গে। অনুমতি ছাড়াই নাকি অভিনেত্রীর গায়ে হাত দিয়েছিলেন তিনি। শুধু তা-ই নয়। প্রযোজক মণিরুল ইসলামের বিরুদ্ধেও অভিনেত্রীর সঙ্গে অসহযোগিতার অভিযোগ ওঠে।
advertisement
2/7
বাংলাদেশে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে নিজের বক্তব্য জানালেন সায়ন্তিকা। অভিনেত্রীর বক্তব্য, তাঁর কথাকে ভুল ভেবে উপস্থাপনা করা হয়েছে। সেই তরুণ নৃত্য পরিচালকের তাঁর আদৌ অন্য বিতণ্ডা হয়নি। নিউজ18 বাংলাকে সায়ন্তিকা বলেন, "সেই কোরিওগ্রাফারের সঙ্গে কোনও সমস্যাই হয়নি। অকারণে কেন একজন শিল্পীর নামে মিথ্যা বলতে যাব? ও খুব আগ্রহ নিয়ে নিজের কাজ করার চেষ্টা করছিল। হয়ত কথা বলতে বলতেই না বুঝে আমার হাত ধরে নাচের পজিশন বুঝিয়েছে, কাজটা বোঝানোর চেষ্টা করেছে। তার মধ্যে কোনও খারাপ উদ্দেশ্য ছিল না। ওঁর আশেপাশের মানুষই এ ধরনের খারাপ কথা রটাচ্ছে।"
advertisement
3/7
সায়ন্তিকা জানিয়েছেন, শৈল্পিক মতপার্থক্যের কারণে স্থগিত রয়েছে শ্যুট। সেটি মিটলেই ফের বাংলাদেশ গিয়ে কাজ শুরু করবেন সায়ন্তিকা। তাঁর কথায়, "একটি ছবি করার আগে তার পরিকল্পনা ঠিক করে করতে হয়। এ ক্ষেত্রে তার অভাব ছিল। শ্যুটিংয়েও সেই প্রভাব পড়ছিল। আমি দর্শককে হতাশ করতে চাই না। তাই এই বিষয়গুলি মিটিয়ে নিতে চাই।"
advertisement
4/7
বাংলাদেশে গিয়ে শুরু থেকেই প্রযোজকের তরফ থেকে সহযোগিতা পাননি বলে অভিযোগ সায়ন্তিকার। তাঁর কথায়, "আমি বাংলাদেশে যাওয়ার পর থেকে প্রযোজকের সঙ্গে বহু বার যোগাযোগ করার চেষ্টা করেছি। ৫০ থেকে ৭০ বার ফোন করেছি। কিন্তু উনি কোনও কথা বলেননি। কেন জানি না!"
advertisement
5/7
সায়ন্তিকার যাবতীয় অভিযোগ যদিও আগেই নস্যাৎ করেছিলেন মণিরুল। তার সঙ্গেই নায়ক জায়েদ খানের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে কুরুচিকর মন্তব্য করেন তিনি। বাংলাদেশের এক সংবাদমাধ্যমকে মণিরুল জানান, পোশাক পরিবর্তনের জন্য জায়েদ এবং সায়ন্তিকা ২টো নাগাদ হোটেলে গিয়ে ছ'টা নাগাদ ফিরে আসেন। তিনি বলেন, "ড্রেস চেঞ্জ করতে চার ঘণ্টা সময় লাগে, এমনটি কখনও দেখিনি"।
advertisement
6/7
জায়েদকে জড়িয়ে প্রযোজকের এই মন্তব্য প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করলেন সায়ন্তিকা। তাঁর কথায়, "কে আমাকে নিয়ে কী বলছে, তা নিয়ে আমি সত্যিই ভাবিত নই। কোনও সাফাই দেওয়ারও প্রয়োজন মনে করি না কারণ আমি জানি সত্যিটা কী। আর নায়ক-নায়িকা যদি ঘণ্টার পর ঘণ্টাও বসে থাকে, সমস্যা কোথায়?"
advertisement
7/7
আপাতত বিবাদ মিটিয়ে কাজ শেষ করার অপেক্ষায় সায়ন্তিকা। ইতিমধ্যেই বাংলাদেশের আরও একটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। কাজ নিয়ে সেই প্রযোজনা সংস্থার আগ্রহে আপ্লুত অভিনেত্রী। তাঁর কথায়, 'টলিউড তথা ভারতীয় সিনেমার সব সুপারস্টারের সঙ্গে কাজ করেছি। আমার কাছে কাজ এবং তাঁর প্রতি দায়বদ্ধতাটাই সব।"
বাংলা খবর/ছবি/বিনোদন/
Zayed Khan-Sayantika Banerjee: আমি সব সুপারস্টারের সঙ্গে কাজ করেছি! টলিউড হোক বা ভারতীয়, ছবি বিতর্কে সায়ন্তিকা
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল