Saurav Das-Darshana Banik Wedding: বিয়ের পরই সুখবর দিলেন দর্শনা! নায়িকার পোস্ট প্রকাশ্যে আসতেই হুমড়ি খেয়ে পড়লেন নেটিজেনরা
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
সদ্য বিয়ে সেরেছেন দর্শনা ও সৌরভ! তাঁদের জমকালো বিয়ের ছবি ভিডিওতে ছেয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া! আর এবার দর্শনা সুখবর দিলেন।
advertisement
1/7

সদ্য বিয়ে সেরেছেন দর্শনা ও সৌরভ! নজর কেড়েছে দর্শনার গায়ে হলুদ থেকে বিয়ে ও বউ ভাতের সাজ! সঙ্গে সাদার পাঞ্জাবিতে নানা অনুষ্ঠানে সেজে উঠেছিলেন সৌরভ।
advertisement
2/7
তাঁদের জমকালো বিয়ের ছবি ভিডিওতে ছেয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া! বিয়ে থেকে গায়ে হলুদ, ভাত কাপড় সবেতেই একেবারে সুপারহিট সৌরভ ও দর্শনা!
advertisement
3/7
১৫ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়েছেন দর্শনা বণিক এবং সৌরভ দাস। বাইপাসের ধারে একটি ব্যাঙ্কোয়েটে বসেছিল তাঁদের বিয়ের আসর।
advertisement
4/7
ভিন্টেজ রোলস রয়্যালসে করে দর্শনার শ্বশুর বাড়ি যাওয়া হোক, বা ভাত কাপড়ের অনুষ্ঠানে দর্শনার পা ছুঁয়ে সৌরভের প্রণাম সবটাই ভাইরাল।
advertisement
5/7
বিয়ের পরও নানা ভাবে নজর কেড়েছেন তাঁরা। বরের পোশাক পরে সৌরভের সঙ্গে 'অ্যানিম্যাল' দেখতে গিয়েছিলেন নায়িকা।
advertisement
6/7
আর এবার তিনি সুখবর দিলেন। আবার বিয়ের পর কাজে ফিরলেন অভিনেত্রী। তাঁর আসন্ন ছবি "আড়াই চাল"-এর শ্যুটিং শুরু করলেন। হাতে ছবির চিত্রনাট্য নিয়ে একটি ছবি তুলে ইনস্ট্রা স্টোরিতে শেয়ার করেন অভিনেত্রী। ক্যাপশনে লেখেন 'আড়াই চাল'।
advertisement
7/7
সায়ন বসু চৌধুরি পরিচালনায় এই প্রথমবার তিনি বড় পর্দায় অভিনেতা বনি সেনগুপ্ত সঙ্গে জুটি বাঁধতে চলেছেন অভিনেত্রী। যদিও বিয়ের অনেক আগে অর্থাৎ অক্টোবর মাসে এই ছবি খবর প্রকাশ্যে আসে।