Sara-Amrita: মা অমৃতার মধ্যেই নিজেকে খুঁজে পান সারা ! অমৃতাই তাঁর আয়না !
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Sara-Amrita: হুবহু মা অমৃতা সিংয়ের মতোই দেখতে সারা আলি খানকে। ছবি দিয়ে প্রমাণ করলেন নায়িকা
advertisement
1/7

সারা আলি খান বলিউডের জনপ্রিয় অভিনেত্রী। সম্প্রতি 'আটরঙ্গি রে'-তে সারার অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন দর্শক। গত কাল ছিল সারার মা অমৃতা সিংয়ের জন্মদিন। photo source Instagram
advertisement
2/7
অমৃতা সিংয়ের জন্মদিনে সারা তাঁর মায়ের সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন। photo source Instagram
advertisement
3/7
ছবি শেয়ার করে মাকে ধন্যবাদ জানিয়েছেন সারা। এবং তিনি একটি আবেগঘন পোস্ট লেখেন তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। photo source Instagram
advertisement
4/7
মা অমৃতাকে সারা নিজের আয়না মনে করেন। মায়ের থেকেই তিনি লড়াই করার শক্তি পান। photo source Instagram
advertisement
5/7
বলিউডে প্রথমবার সারাকে দেখেই সকলে বলেছেন তিনি যেন একেবারে অমৃতা সিংয়ের কপি। মেয়ের মধ্যে মাকে খুঁজেছেন অনেকেই।photo source Instagram
advertisement
6/7
সেই কথাই যেন ফের মনে করিয়ে দিলেন সারা। একগুচ্ছ ছবি দিয়ে মাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন। মা ও মেয়ের সম্পর্ক বন্ধুর থেকেও বেশি কিছু। photo source Instagram
advertisement
7/7
অমৃতা ও সারার এই সব ছবি দেখে প্রশংসা করেছেন নেটিজেনরাও। এই ছবি দেখে মুগ্ধ বলিউডও।photo source Instagram