TRENDING:

Sara Ali Khan Sushant Singh Rajput Love Story: টানা ৩ দিন বিদেশের হোটেল-রুম থেকে বেরোননি সারা-সুশান্ত, আজও সুশান্তের জন্য কাঁদেন সারা! কেন?

Last Updated:
Sara Ali Khan Sushant Singh Rajput Love Story: সারা আলি খান ও সুশান্ত সিং রাজপুত জুটির প্রথম ছবি 'কেদারনাথ'। শোনা যায় এই ছবিতে অভিনয় করার সময়েই কাছে এসেছিলেন সারা ও সুশান্ত।
advertisement
1/10
টানা ৩ দিন হোটেল-রুম থেকে বেরোননি সারা-সুশান্ত, আজও কান্না পায় সারার, কেন?
অভিষেক কাপুরের 'কেদারনাথ' ছবি থেকে অভিনয়ের সফর শুরু অভিনেত্রী সারা আলি খানের। প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে এই ছবিতে তাঁর কেমিস্ট্রি দারুণ পছন্দ হয়েছিল দর্শকের। পর্দার বাইরেও সুশান্তের সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠেছিল সারার। সম্প্রতি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে সুশান্তের কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন অভিনেত্রী।
advertisement
2/10
জীবনের প্রথম ছবির সময় সুশান্তের থেকে বহু পরামর্শ পেয়েছিলেন বলে জানান সারা। তাঁর কথায়, 'আমি কেদারনাথ ছবির জন্য যে ভালবাসা পেয়েছি, তার পুরোটাই সুশান্তের জন্য।'
advertisement
3/10
সারা আলি খান ও সুশান্ত সিং রাজপুত জুটির প্রথম ছবি 'কেদারনাথ'। শোনা যায় এই ছবিতে অভিনয় করার সময়েই কাছে এসেছিলেন সারা ও সুশান্ত। এত মিষ্টি সম্পর্ক তাও কী কারণে ভেঙে গিয়েছিল প্রেম? ঠিক কী ঘটেছিল?
advertisement
4/10
সুশান্তের মৃত্যুর পর একাধিক সংবাদমাধ্যমে সুশান্তের মৃত্যুর পর প্রথমবার মুখ খুলেছেন গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তী। সেখানেই একটি সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে সুশান্তের ব্যাংকক বেড়াতে যাওয়া নিয়ে বেশ কিছু তথ্য দেন রিয়া। নিজের ছয় বন্ধুর সঙ্গে ব্যাংককে বেড়াতে গিয়েছিলেন সুশান্ত। প্রয়াত অভিনেতার ওই ট্রিপে তাঁর সঙ্গে ছিলেন কুশল জাভেরি, সিদ্ধার্থ গুপ্তা, আব্বাস, মুস্তাক এবং সাবির আহমেদ।
advertisement
5/10
রিয়ার বক্তব্য অনুসারে, ওই ট্রিপে প্রায় ৭০ লক্ষ টাকা খরচ করেছিলেন সুশান্ত। তাঁর প্রাক্তন সহকারী ও বন্ধু সাবির আহমেদেরও সাক্ষাৎকার নেওয়া হয়েছে একাধিক সংবাদসংস্থায়। তবে ওই ট্রিপে তাড়াতাড়ি ফিরে আসতে হয়েছিল তাঁদের। তিনি জানিয়েছেন, সেই ট্রিপে সারা আলি খানও তাঁদের সঙ্গে গিয়েছিলেন।
advertisement
6/10
সুশান্তের মৃত্যুর পর তাঁর বন্ধু স্যামুয়েল একটি পোস্ট করেছিলেন। তিনি লিখেছিলেন, "কেদারনাথের প্রোমোশনের কথা আজও মনে আছে। সুশান্ত ও সারার প্রেম ছিল দেখার মতো। ওদের আলাদাই করা যাচ্ছিল না। ভীষণ মিষ্টি একটা প্রেম। দুজনেরই দুজনের প্রতি মারাত্মক শ্রদ্ধা ছিল।"
advertisement
7/10
কিন্তু সেই প্রেম নিমেষে ভাঙে। সম্পর্ক থেকে নাকি সরে দাঁড়ান সারাই। সারা আলি খানের সৎ-মা করিনা কাপুর খান, এক সাক্ষাৎকারে যা বলেছিলেন করিনা কাপুর খান, তা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিল সর্বত্র।
advertisement
8/10
সারাকে প্রেম নিয়ে তিনি কী উপদেশ দিয়েছিলেন, এই প্রশ্ন করতেই তিনি সাফ জানিয়ে দিয়েছিলেন যে তিনি সারাকে বলেছিলেন, প্রথম ছবির অভিনেতাকে ডেট করো না দয়া করে।
advertisement
9/10
বলিউডে অনেকেই বলেন, এই কথাকে গুরুত্ব দিয়ে সম্পর্ক থেকে বেরিয়ে গিয়েছিলেন সারা। মলদ্বীপে বেড়াতে গিয়েছিলেন সারা ও সুশান্ত।
advertisement
10/10
সুশান্ত মারা যাওয়ার পর সে খবরও প্রকাশ্যে আসে। এমনকি এনসিবির কাছে সে খবর নিজেও স্বীকার করে নেন সারা আলি খান। তবে সুশান্তের চালক দাবি করেন, ওই ট্রিপ থেকে ঘুরে এসেই নাকি সুশান্তের সঙ্গে ব্রেকআপ করে নেন সারা।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Sara Ali Khan Sushant Singh Rajput Love Story: টানা ৩ দিন বিদেশের হোটেল-রুম থেকে বেরোননি সারা-সুশান্ত, আজও সুশান্তের জন্য কাঁদেন সারা! কেন?
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল