TRENDING:

বাবার ২য় বিয়ে, গম্ভীর ইব্রাহিম, সইফিনার বিবাহবার্ষিকীতে সারা-শর্মিলার পুরনো ছবি!

Last Updated:
বিয়ের বয়স ১০ পেরোতেই স্বামীর সঙ্গে ছবি দিয়ে ভালবাসার কথা উজাড় করলেন করিনা। সইফের বোন সোহাও একটি পুরনো অদেখা ছবি প্রকাশ্যে এনেছেন দাদার বিবাহবার্ষিকীতে।
advertisement
1/10
বাবার ২য় বিয়ে, গম্ভীর ইব্রাহিম, সইফিনার বিবাহবার্ষিকীতে সারা-শর্মিলার পুরনো ছবি!
১০ বছর পেরিয়ে এলেন করিনা কাপুর খান এবং সইফ আলি খান। প্রেমের বয়স যদিও আরও একটু বেশি। এই দিনে আনুষ্ঠানিক ভাবে এক হয়েছিলেন তাঁরা।
advertisement
2/10
আর এখন তাঁরা দুই সন্তান, তৈমুর আলি খান এবং জাহাঙ্গির আলি খানের বাবা-মা। বিয়ে বয়স ১০ পেরোতেই স্বামীর সঙ্গে ছবি দিয়ে ভালবাসার কথা উজাড় করলেন নায়িকা।
advertisement
3/10
দু'টি ছবি পোস্ট করলেন করিনা। সইফ তাঁর কাঁধে মাথা রেখে সোফায় বসে ছবি তুলেছেন। করিনা লিখলেন, 'আমি আর তুমি, তুমি আর আমি, যে অনন্তের দিকে আমাদের যাত্রা। শুভ ১০ রূপবান পুরুষ।'
advertisement
4/10
সইফ সোশ্যাল মিডিয়া থেকে অনেকটা দূরে। ফলে তাঁর প্রতিক্রিয়া দেখার সুযোগ হয়নি ভক্তদের। তবে তার জন্য সইফের পরিবার তাঁদের বিবাহবার্ষিকী পালনে খামতি রাখেননি।
advertisement
5/10
সোশ্যাল মিডিয়ায় একের পর এক ছবি পোস্ট হয়েছে। সইফের বোন, অভিনেত্রী সোহা আলি খান একটি অদেখা ছবি প্রকাশ্যে এনেছেন দাদার বিবাহবার্ষিকীতে।
advertisement
6/10
১০ বছর আগের ছবি। সইফ এবং করিনার বিয়ের পরের ফোটোশ্যুট। গোটা পরিবার একসঙ্গে। সইফ, করিনা, সোহা ছাড়াও রয়েছেন আর এক বোন সাবা আলি খান এবং সইফের মা, অভিনেত্রী শর্মিলা ঠাকুর।
advertisement
7/10
ছবিতে দেখা যাচ্ছে, সইফ এবং তাঁর প্রাক্তন স্ত্রী অমৃতা সিংয়ের দুই সন্তান সারা আলি খান এবং ইব্রাহিম আলি খানকে। বাবার দ্বিতীয় বিয়ের ছবিতে গম্ভীর মুখে বসে রয়েছেন ইব্রাহিম। সারক যদিও হাসিমুখেই 'ফ্যামিলি ফোটোগ্রাফ'-এর অংশ হয়েছেন।
advertisement
8/10
অমৃতা এবং সইফের বিবাহবিচ্ছেদ খুব সুখকর পরিস্থিতিতে ঘটেনি। তাঁদের সম্পর্কের ইতির সময়ে তিক্ততায় ভরে উঠেছিল। কিন্তু আজ সেখান থেকে তাঁরা অনেকটা পথ পেরিয়ে এসেছেন।
advertisement
9/10
পরবর্তী কালে সারা একাধিক সাক্ষাৎকারে তাঁর বাবা-মায়ের বিচ্ছেদকে সমর্থন করে বলেছেন, ''মাত্র নয় বছর বয়সে আমি বুঝতে পেরেছিলাম দু'টো মানুষ একসঙ্গে থাকলেও তারা খুশি নেই। কিন্তু বিচ্ছেদের পরেই দেখলাম তারা দু'জনেই হঠাৎ খুশি। আমার যে মা গত ১০ বছরে হাসেনি তাকেও হঠাৎ সুন্দরী ও সুখী লাগছিল।''
advertisement
10/10
আর এখন দুই পরিবার আলাদা ছাদের তলায় থাকলেও তাঁর চার সন্তানের প্রতিই সইফ যথেষ্ট দায়িত্ববান। মাঝে মাঝেই সারা-ইব্রাহিমের সঙ্গে সময় কাটাতে দেখা যায় তাঁকে। পতৌদি পরিবারের যে কোনও অনুষ্ঠানেও সমান ভাবে অংশ নেন অমৃতার সন্তানরা।
বাংলা খবর/ছবি/বিনোদন/
বাবার ২য় বিয়ে, গম্ভীর ইব্রাহিম, সইফিনার বিবাহবার্ষিকীতে সারা-শর্মিলার পুরনো ছবি!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল