সদ্য হয়েছেন মা, করবা চৌথে স্বামীর জন্য উপোস করলেন স্বপ্না চৌধুরী
- Published by:Akash Misra
- news18 bangla
Last Updated:
অক্টোবরেই মা হয়েছেন গায়িকা স্বপ্না চৌধুরী ৷ এমনকী, কাউকে না জানিয়ে গোপনে বিয়েও করেছিলেন তিনি ৷ বাচ্চা জন্ম দেওয়ার পর এই প্রথম সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করলেন স্বপ্না৷
advertisement
1/4

অক্টোবরেই মা হয়েছেন গায়িকা স্বপ্না চৌধুরী ৷ এমনকী, কাউকে না জানিয়ে গোপনে বিয়েও করেছিলেন তিনি ৷ বাচ্চা জন্ম দেওয়ার পর এই প্রথম সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করলেন স্বপ্না৷
advertisement
2/4
ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে স্বপ্না লিখলেন, হ্যাপি করবা চৌথ ৷
advertisement
3/4
লাল শাড়ি, মাথায় ওড়না, হাতে মেহন্দি ও কাচের চুড়ি পরে একেবারে অন্যরূপে দেখা গেল স্বপ্না চৌধুরীকে৷
advertisement
4/4
স্বপ্না চৌধুরী যখনই সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেন, তখনই নেটিজেনদের কাছ থেকে বাহবা পান তিনি ৷ তাঁর পোস্টও হই হই করে ভাইরাল হয়ে পড়ে ৷