Sanjay Dutt: মৃত্যুর আগে ৭২ কোটির সম্পত্তি সঞ্জয় দত্তকে দিয়ে গেলেন মহিলা! অথচ চেনেন না সঞ্জু'ই! মহিলা কে জানেন? পরিচয় শুনে হতবাক বলিউড
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Sanjay Dutt: মৃত্যুর আগে ৭২ কোটি টাকার সম্পত্তি লিখে দিয়ে গিয়েছিলেন সঞ্জয় দত্তের নামে। কে তিনি? মহিলাকে নিয়ে তোলপাড় বলিউড...
advertisement
1/9

বলিউডের সঞ্জু বাবা। জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্তের জীবনের সঙ্গে জড়িয়ে নানা ধরনের গল্প। একাধিক প্রেমের সম্পর্ক থেকে আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে যোগ-জেলযাত্রা-- সবেতেই নাম জড়িয়েছে সঞ্জয় দত্তের।
advertisement
2/9
তবু তাঁকে নিয়ে তাঁর অনুরাগীদের উন্মাদনার শেষ নেই। এমনকী এক অনুরাগী মৃত্যুর আগে তাঁর সম্পত্তি লিখে দিয়ে গিয়েছিলেন অভিনেতার নামে!
advertisement
3/9
নিশা পাতিল নামে ওই মহিলা ছিলেন সঞ্জয় দত্তের অন্ধভক্ত। তাই নিজের ৭২ কোটি টাকার সম্পত্তি লিখে দিয়ে গিয়েছিলেন অভিনেতার নামে।
advertisement
4/9
অথচ জীবদ্দশায় নিশা নাকি কখনও সঞ্জয়ের সঙ্গে দেখাও করেননি। বরাবরই পর্দায় দেখে এসেছেন অভিনেতাকে।
advertisement
5/9
জানা যায়, ঘটনাটি ঘটিয়েছিলেন সঞ্জয় দত্তের একনিষ্ঠ অনুরাগী নিশা পাতিল। সেটা ছিল ২০১৮ সাল। সেবছর পুলিশের কাছ থেকে একটি ফোন পান সঞ্জয়। জানতে পারেন, তাঁর মহিলা অনুরাগী নিশা, নিজের মৃত্যুর আগে অভিনেতার নামে তাঁর কোটি টাকার সম্পত্তি উইল করে গিয়েছেন।
advertisement
6/9
নিশা পাতিলের মোট সম্পত্তির পরিমাণ ছিল ৭২ কোটি টাকা। এমনকী তিনি ব্যাঙ্কগুলিকেও চিঠি লিখে জানিয়েছিলেন যাতে তাঁর সমস্ত কিছু সঞ্জয় দত্তকে দিয়ে দেওয়া হয়।
advertisement
7/9
শুধু আমি বা আপনারা নন, এমন ঘটনা পুলিশের কাছ থেকে জানতে পেরে হতবাক হয়ে যান খোদ সঞ্জয় দত্তও। তবে অভিনেতা নিশাকে চিনতেন না কোনওভাবেই তাই তিনি সেই সম্পত্তির দাবিও করেননি।
advertisement
8/9
ঘটনায় সঞ্জয় জানিয়েছেন, তিনি এমন ঘটনায় অভিভূত। এও জানিয়েছেন যে তিনি ব্যক্তিগতভাবে নিশাকে চিনতেন না।
advertisement
9/9
ব্যক্তিগত জীবনে সঞ্জয় দত্ত নিজেই ২৯৫ কোটি টাকার মালিক। ছবি পিছু তিনি ৮-১৫ কোটি টাকা পারিশ্রমিক নেন বলে জানা যায়। তাঁর মুম্বই ও দুবাইতে বাড়ি ও গাড়ি সবই রয়েছে। একটি হুইস্কি ব্র্যান্ডের মালিক তিনি, আবার এক ক্রিকেট দলেরও সহ-মালিক। রয়েছে আরও একাধিক ব্যবসা।