Samantha Prabhu-Naga Chaitanya: বিচ্ছেদের বছর না ঘুরতেই অন্য নারীর আগমন! সামান্থার প্রাক্তন নাগার 'প্রেমিকা'টি কে
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Samantha Prabhu-Naga Chaitanya: নিজেদের গুছিয়ে নিয়েছেন নাগা এবং সামান্থা। তবে সম্প্রতি এক অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে সামান্থার প্রাক্তনের।
advertisement
1/7

২০২১ সালের অক্টোবর। বিচ্ছেদ ঘোষণা করেন সামান্থা প্রভু এবং নাগা চৈতন্য। দু'জনের আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়ে কম জলঘোলা হয়নি।
advertisement
2/7
এর পর সময় গড়িয়েছে। নিজেদের গুছিয়ে নিয়েছেন নাগা এবং সামান্থা। তবে সম্প্রতি এক অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে সামান্থার প্রাক্তনের।
advertisement
3/7
সেই অভিনেত্রী হলেন শোভিতা ধুলিপালা। এক সংবাদমাধ্যম সূত্রে খবর, নাগা এবং শোভিতা ছ'মাস ধরে সম্পর্কে রয়েছেন। অর্থাৎ হিসেব বলছে, সামান্থার সঙ্গে বিচ্ছেদের ১১ মাসের মাথায় নাগার জীবনে আসেন শোভিতা।
advertisement
4/7
সম্প্রতি লন্ডনের এক রেস্তরাঁয় লেন্সবন্দি হন নাগা এবং শোভিতা। এর পর তাঁদের সম্পর্কের গুঞ্জন আরও গাঢ় হয়।
advertisement
5/7
তবে এই ছবিটি নাকি নতুন নয়। জানা গিয়েছে, নভেম্বরে চুপিচুরপি একসঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন দুই তারকা। তখনই ছবিটি তোলা হয়েছিল।
advertisement
6/7
শেফ সুরেন্দর মোহন নাগার সঙ্গে একটি ছবি নেটমাধ্যমে পোস্ট করেছিলেন। সেই ছবিতেই দেখা গিয়েছিল শোভিতার ঝলক।
advertisement
7/7
ছবিটি নিয়ে বিতর্ক শুরু হতেই সেটিকে নেটমাধ্যম থেকে সরিয়ে নেওয়া হয়। তবে তাতেও থেমে থাকেনি গুঞ্জন।