TRENDING:

Salman Khan- Shehnaaz Gill : সলমনকে জড়িয়ে ধরে প্রকাশ্যে চুমু! শেহনাজ কি মদ্যপ? তীব্র সমালোচনা নেটিজেনের

Last Updated:
Salman Khan- Shehnaaz Gill : বোন অর্পিতার বাড়িতে সলমনের ইদের পার্টিতে বসেছিল তারকাদের মেলা। নিমন্ত্রিত ছিলেন বিগবস খ্যাত শেহনাজ গিলও।
advertisement
1/7
সলমনকে জড়িয়ে ধরে প্রকাশ্যে চুমু! শেহনাজ কি মদ্যপ? তীব্র কটাক্ষ নেটিজেনের
মঙ্গলবার ছিল খুশির ইদ। বলিউডের তারকারাও এদিন উদযাপনে মাতেন। সুপারস্টার সলমন খানের বাড়িতেও ছিল ইদের পার্টি। সেই পার্টিতেই সলমনের সঙ্গে শেহনাজের ঘনিষ্ঠ ভিডিও এই মুহূর্তে ভাইরাল।
advertisement
2/7
বোন অর্পিতার বাড়িতে সলমনের ইদের পার্টিতে বসেছিল তারকাদের মেলা। নিমন্ত্রিত ছিলেন বিগবস খ্যাত শেহনাজ গিলও।
advertisement
3/7
এই দিন কালো পোশাকে সলমনের পার্টিতে এসেছিলেন শেহনাজ। পার্টি থেকে যখন শেহনাজ বেরোচ্ছেন, তখন সলমন ছাড়তে আসেন তাঁকে। সেই সময়ে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ে সেই দৃশ্য।
advertisement
4/7
সলমনের হাত টেনে নিয়ে আসলেন শেহনাজ। এখানেই শেষ নয়, পাপারাৎজিদের সামনেই ভাইজানকে জড়িয়ে ধরে গালে চুমু খেলেন। বুকে চুমু খেলেন।
advertisement
5/7
আর এই ভিডিও ভাইরাল হতেই নেটিজেনের ট্রোলিং এর মুখে পড়েন শেহনাজ। অনেকেই মনে করেছেন, শেহনাজ বেশি মদ্যপান করেছেন। কেউ আবার লিখেছে, যাই হোক। এই ধরনের আচরণ মোচেই স্বাভাবিক নয়।
advertisement
6/7
আবার কেউ লিখেছেন, বলিউডে নিজের পাকাপাকি জায়গা বানানোর জন্যই এমন আচরণ শেহনাজের। একজন লিখছেন, যতটা ক্ষমতা ততটাই মদ্যপান করা উচিত।
advertisement
7/7
তবে ভক্তরা বলছেন, নিন্দুকরা হিংসেয় জ্বলছে। এই আলিঙ্গনে প্রেম নেই। আছে স্নেহ। বিগবসের ঘরেই শেহনাজের শিশুসুলভ আচরণ পছন্দ ছিল সলমনের। তাই এই ভিডিও দেখে তাঁরা অবাক নন।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Salman Khan- Shehnaaz Gill : সলমনকে জড়িয়ে ধরে প্রকাশ্যে চুমু! শেহনাজ কি মদ্যপ? তীব্র সমালোচনা নেটিজেনের
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল