Salman Khan- Shehnaaz Gill : সলমনকে জড়িয়ে ধরে প্রকাশ্যে চুমু! শেহনাজ কি মদ্যপ? তীব্র সমালোচনা নেটিজেনের
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Salman Khan- Shehnaaz Gill : বোন অর্পিতার বাড়িতে সলমনের ইদের পার্টিতে বসেছিল তারকাদের মেলা। নিমন্ত্রিত ছিলেন বিগবস খ্যাত শেহনাজ গিলও।
advertisement
1/7

মঙ্গলবার ছিল খুশির ইদ। বলিউডের তারকারাও এদিন উদযাপনে মাতেন। সুপারস্টার সলমন খানের বাড়িতেও ছিল ইদের পার্টি। সেই পার্টিতেই সলমনের সঙ্গে শেহনাজের ঘনিষ্ঠ ভিডিও এই মুহূর্তে ভাইরাল।
advertisement
2/7
বোন অর্পিতার বাড়িতে সলমনের ইদের পার্টিতে বসেছিল তারকাদের মেলা। নিমন্ত্রিত ছিলেন বিগবস খ্যাত শেহনাজ গিলও।
advertisement
3/7
এই দিন কালো পোশাকে সলমনের পার্টিতে এসেছিলেন শেহনাজ। পার্টি থেকে যখন শেহনাজ বেরোচ্ছেন, তখন সলমন ছাড়তে আসেন তাঁকে। সেই সময়ে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ে সেই দৃশ্য।
advertisement
4/7
সলমনের হাত টেনে নিয়ে আসলেন শেহনাজ। এখানেই শেষ নয়, পাপারাৎজিদের সামনেই ভাইজানকে জড়িয়ে ধরে গালে চুমু খেলেন। বুকে চুমু খেলেন।
advertisement
5/7
আর এই ভিডিও ভাইরাল হতেই নেটিজেনের ট্রোলিং এর মুখে পড়েন শেহনাজ। অনেকেই মনে করেছেন, শেহনাজ বেশি মদ্যপান করেছেন। কেউ আবার লিখেছে, যাই হোক। এই ধরনের আচরণ মোচেই স্বাভাবিক নয়।
advertisement
6/7
আবার কেউ লিখেছেন, বলিউডে নিজের পাকাপাকি জায়গা বানানোর জন্যই এমন আচরণ শেহনাজের। একজন লিখছেন, যতটা ক্ষমতা ততটাই মদ্যপান করা উচিত।
advertisement
7/7
তবে ভক্তরা বলছেন, নিন্দুকরা হিংসেয় জ্বলছে। এই আলিঙ্গনে প্রেম নেই। আছে স্নেহ। বিগবসের ঘরেই শেহনাজের শিশুসুলভ আচরণ পছন্দ ছিল সলমনের। তাই এই ভিডিও দেখে তাঁরা অবাক নন।