Salman Khan: ‘জিম, স্যুইমিং পুল, জঙ্গল, সলমন আমায় কোথাও ছাড়েননি...!’ নায়কের ফার্ম হাউজের অন্তরঙ্গ মুহূর্ত নিয়ে মুখ খুললেন কিচা সুদীপের মেয়ে সানভি
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
সলমন খানের এক অচেনা দিক সবার সামনে তুলে ধরলেন বিখ্যাত দক্ষিণী অভিনেতা কিচা সুদীপের মেয়ে সানভি সুদীপ, জিনাল মোদিকে এক অন্তরঙ্গ ইন্টারভিউতে জানালেন কীভাবে কাছ থেকে সলমন খানকে তিনি দেখেছেন, কতটা নিবিড় তাঁদের সম্পর্ক।
advertisement
1/7

বিতর্ক তাঁকে নিয়ে রয়েছে ঢের। অনেকেরই ধারণা মানুষটা স্বভাবে রুক্ষ। বাস্তব যে তা নয়, কাছের মানুষেরা সে কথা বার বার বলেন। এবার যেমন সলমন খানের এক অচেনা দিক সবার সামনে তুলে ধরলেন বিখ্যাত দক্ষিণী অভিনেতা কিচা সুদীপের মেয়ে সানভি সুদীপ, জিনাল মোদিকে এক অন্তরঙ্গ ইন্টারভিউতে জানালেন কীভাবে কাছ থেকে সলমন খানকে তিনি দেখেছেন, কতটা নিবিড় তাঁদের সম্পর্ক।
advertisement
2/7
সানভি জানিয়েছেন, সলমনকে যখন তিনি প্রথম দেখেন, তখন তাঁর বয়স সবে ১৪ বছর! ওই প্রথম দেখায় তিনি সলমনকে একটা ব্রেসলেট উপহার দেন। বিগ বস-এর একটা শ্যুটে সলমন ওটা পরেছিলেন। দ্বিতীয় দেখা আরও রোমাঞ্চকর। সেটা দাবাং ৩ শ্যুটিংয়ের সময়ের ঘটনা। বাবা একদিন তাঁকে ভাল করে সেজে তাঁর সঙ্গে এক জায়গায় ডিনারে যেতে বলেন।
advertisement
3/7
কোথায় যাচ্ছেন, সে কথা কিচা সুদীপ মেয়েকে বলেননি। সেই প্রথম সাংভি সলমনের গ্যাক্সি অ্যাপার্টমেন্টে যান। ঢোকার সময়ে দেওয়ালজোড়া পিছন থেকে সলমনের এক ছবি দেখেছিলেন। তাঁর মনে হয়েছিল, বোধহয় কোনও ভক্তর বাড়ি। পরে নায়ককে সোফায় বসে থাকতে দেখে তাঁর উচ্ছ্বাস আর বাধ মানেনি!
advertisement
4/7
সানভি বলছেন যে ওই দিন সলমন তাঁকে দিয়ে গান গাইয়েছিলেন। রাত ৩টের সময়ে তিনি ডেকে পাঠান ছবির সুরকারকে, বলেন এই মেয়েটার গান রেকর্ড করে নাও! তা করা হয়েছিলও! ছবিতে গানটা ছিল না ঠিকই, তবে সানভি বলছেন, পার্টিতে সলমন সব সময়ে সানভির গাওয়া গানেই ডান্স ফ্লোরে ঝড় তোলেন।
advertisement
5/7
এর কিছু দিন পরেই নায়কের ফার্ম হাউজে গিয়েছিলেন সানভি। ‘‘উনি গ্রাহ্যই করতেন না আমার মা-বাবা সামনাসামনি আছেন কি না! এক মুহূর্তও উনি আমায় একা ছাড়তেন না। সকাল থেকে রাত পর্যন্ত আমি ওঁর সঙ্গে থাকতাম, কিছুতেই আমায় কোথাও যেতে দেননি’’, বলেছেন সানভি।
advertisement
6/7
সানভির বিবৃতিতে রয়েছে আরও চমক। ‘‘জিমে উনি আমায় সঙ্গে করে নিয়ে যেতেন, সাঁতার কাটার সময়েও আমায় ওঁর সঙ্গে থাকতে হত। আমি খুব গাড়ি ভালবাসি, একটা বিশাল ট্রাকে করে আমায় জঙ্গল ঘুরিয়েছিলেন। ফার্ম হাউজের ওই তিন দিন আমার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত ৷ ’’, সলমনকে নিয়ে এভাবেই অকপট সানভি!
advertisement
7/7
পাশাপাশি, নায়ককে নিয়ে ওই ইউটিউব ইন্টারভিউতে আরও একটা কথা সাংভি উল্লেখ করতে ভোলেননি। তিনি বলেছেন যে, তাঁর মনে হয়েছে, মানুষ সলমন খানকে বরাবরই খুব ভুল বুঝেছে। তাঁর সামাজিক জীবন আর ব্যক্তিগত জীবন দুই সম্পূর্ণ আলাদা!