TRENDING:

উৎসবের মধ্যেই প্রিয়জন বিয়োগ, মন খারাপ সলমন খানের, করলেন আবেগঘন পোস্ট

Last Updated:
তাঁর মৃত্যুতে শোকাহত সলমন৷ ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছেন দিয়েছেন শোকবার্তা৷
advertisement
1/5
উৎসবের মধ্যেই প্রিয়জন বিয়োগ, মন খারাপ সলমন খানের, করলেন আবেগঘন পোস্ট
মন খারাপ সলমন খানের। প্রয়াত হলেন তাঁর দীর্ঘদিনের সঙ্গী, যিনি ছিলেন তাঁর বডি ডাবল। বডি ডাবল অর্থাৎ যে শটে সলমনের সমস্যা থাকত বা ঝুঁকিপূর্ণ, তাতে সলমনের বদলে কাজ করতেন তাঁর বডি ডাবল৷ সেই সাগর পান্ডে আজ প্রয়াত৷ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার৷ বয়স হয়েছিল ৫০ বছর৷ দীর্ঘদিন ধরেই তিনি ভাইজানের সঙ্গে যুক্ত৷ জানা গিয়েছে যে জিমে শরীরচর্চা করতে করতে মাটিতে লুটিয়ে পড়েন সাগর৷ তারপরই তাঁর মৃত্যু৷
advertisement
2/5
তাঁর মৃত্যুতে শোকাহত সলমন৷ ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছেন দিয়েছেন শোকবার্তা৷ লিখেছেন “সব সময় আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। আশা করি তোমার আত্মা শান্তি পাবে সাগর ভাই।”এই ছবিটি বজরঙ্গী ভাইজানের সেটে তোলা৷ সেই ছবিতেও সলমনের বডি ডবলের কাজ করেছিলেন সাগর৷
advertisement
3/5
সলমনের এই পোস্টে অনেকে কমেন্ট করেছেন৷ সলমনের মতো শারীরিক গঠন হওয়ায় তিনি সুযোগ পান তাঁর বডি ডাবল হিসেবে অভিনয় করার। পর্দায় ভাইজানের হাড়কাঁপানো নানা দৃশ্যের নেপথ্যে ছিলেন তিনিই। যদিও বরাবরই তিনি ছিলেন অন্তরালেই। ১৯৯৮ সালে ‘কুছ কুছ হোতা হ্যায়’ থেকেই সলমনের বডি-ডাবল হিসেবে কাজ শুরু করেন সাগর।
advertisement
4/5
সাগরই ছিলেন সংসারের একমাত্র রোজগেরে। তার মৃত্যুর পর কীভাবে সংসার চলবে, তা নিয়েই অনেকে চিন্তা করছেন৷
advertisement
5/5
বলিউডে জিম করতে গিয়ে মৃত্যুর ঘটনা নতুন নয়। এর আগেও বহু শিল্পীর মৃত্যু হয়েছে শরীরচর্চা করতে করতে৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
উৎসবের মধ্যেই প্রিয়জন বিয়োগ, মন খারাপ সলমন খানের, করলেন আবেগঘন পোস্ট
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল