#SurgicalStrike2 : দাবাং সলমন থেকে বাহুবলি প্রভাস, ভারতীয় সেনার এয়ারস্ট্রাইকে কুর্নিশ বলিউডের
Last Updated:
advertisement
1/6

পুলওয়ামায় ভারতীয় জওয়ানের উপর জঙ্গি হামলার কড়া জবাব পাকিস্তানকে দেওয়া হয়েছে ৷ ভারতীয় সেনাবাহিনীর এয়ারস্ট্রাইকে রীতিমত কোনঠাসা পাকিস্তান ৷ জানা গিয়েছে ভারতীয় সেনাবাহিনীর অপারেশনে ৩২৫ জনেরও বেশি জঙ্গিদের নিকেশ করেছে ৷ পাকিস্তানকে সন্ত্রাসের কড়া জবাব দেওয়ায় খুশির আবহ গোটা দেশে ৷ সুপারস্টার সলমন খান একটি ট্যুইটের মাধ্যমে ভারতীয় সেনাকে কুর্নিশ জানিয়ে লিখেছেন জয় হো . . .
advertisement
2/6
ভিকি কৌশল লিখেছেন ভারতীয় সেনা ও ইন্টেলিজেন্স এজেন্সিকে সেলাম ৷ জয় হিন্দ . . .
advertisement
3/6
করণ জোহর লিখেছেন ভারতীয় এয়ারফোর্স ও ইন্টেলিজেন্সকে অনেক অভিনন্দন . . .জয়হিন্দ ৷
advertisement
4/6
অভিনেত্রী ভূমি পেডনকরও শুভেচ্ছা জানিয়ে বলেছেন ভারতীয় সেনা ও ইন্টেলিজেন্স যেন এমনই শক্তিশালী থাকে চিরকাল . . .ভারত মাতার জয় ৷
advertisement
5/6
অভিষেক বচ্চন একটি ট্যুইটে জানিয়েছেন তাঁর শুভেচ্ছা ৷
advertisement
6/6
বাহুবলি স্টার প্রভাস ফেসবুক পোস্টে পাকিস্তানকে উচিৎ শিক্ষা দেওয়ার আনন্দে শুভেচ্ছা জানিয়েছেনভারতীয় সেনাকে ৷