TRENDING:

Saif Ali Khan Property : বাবার পাঁচ হাজার কোটির সম্পত্তি ফসকে গেল? সইফের চার সন্তানের কেউই ভাগীদার নন, কে ভোগ করবে সব!

Last Updated:
Saif Ali Khan Property : সইফের দু’টি পৈতৃক সম্পত্তি রয়েছে। পতৌদি প্রাসাদ, সেই প্রাসাদের দামি জিনিসপত্র এবং ভোপালের একটি পৈতৃক বাড়ি। রিপোর্ট অনুযায়ী, পতৌদি প্রাসাদের অন্তর্গত সমস্ত কিছু এবং দুই পৈতৃক ভিটের মূল্য পাঁচ হাজার কোটি টাকা।
advertisement
1/7
সইফের ৫ হাজার কোটির সম্পত্তির ভাগীদার নন চার সন্তানই, পতৌদি-প্যালেস কে ভোগ করবে!
পতৌদিদের দশম নবাব সইফ আলি খান। হলেন, প্রয়াত বাবা মনসুর আলি খান পতৌদির থেকে এই উপাধি পেয়েছেন বলি তারকা। ভারতের ভারতের অন্যতম ধনী অভিনেতার মধ্যে তাঁর নাম তো অবশ্যই আসবে।
advertisement
2/7
বিলাসবহুল পতৌদি প্রাসাদ এবং ভোপালে একটি রাজকীয় পৈতৃক বাড়ির মালিক করিনা কাপুর খানের স্বামী। মালিকানাধীন পৈতৃক ভিটে নিয়ে কথা বলতে গিয়ে সইফ জানিয়েছিলেন, বলিউডে কাজ করতে করতে এগুলি পরিচালনা করা খুব কঠিন ছিল এক সময়ে।
advertisement
3/7
সইফের চার সন্তান। প্রথম পক্ষের স্ত্রী অমৃতা সিংয়ের দুই ছেলেমেয়ে, সারা আলি খান এবং ইব্রাহিম আলি খান। দ্বিতীয় স্ত্রী করিনার সঙ্গে দুই সন্তান, তৈমুর আলি খান এবং জহাঙ্গীর আলি খান।
advertisement
4/7
সইফের দু’টি পৈতৃক সম্পত্তি রয়েছে। বিখ্যাত পতৌদি প্রাসাদ, সেই প্রাসাদের দামি জিনিসপত্র এবং ভোপালের একটি পৈতৃক বাড়ি। রিপোর্ট অনুযায়ী, পতৌদি প্রাসাদের অন্তর্গত সমস্ত কিছু এবং দুই পৈতৃক ভিটের মূল্য পাঁচ হাজার কোটি টাকা।
advertisement
5/7
কিন্তু সইফ তাঁর পৈতৃক সম্পত্তি হস্তান্তর করতে পারবেন না চার সন্তানকে। সারা, ইব্রাহিম, তৈমুর বা জহাঙ্গীর, কেউই এই সম্পত্তির ভাগীদার হতে পারবেন না। সইফ যেভাবে তাঁর বাবার থেকে সব সম্পত্তি উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন, সেভাবে নিজের সন্তানদের তিনি দিতে পারবেন না নিদের সম্পত্তি।
advertisement
6/7
পতৌদিদের এই বাড়ি ১৯৬৮ সালে ভারত সরকারের ‘এনিমি ডিসপিউট অ্যাক্ট’-এর অধীনে। প্রতিবেদন অনুসারে, কেউ এই জাতীয় সম্পত্তির উপর অধিকার দাবি করতে পারে না এবং সেগুলির উত্তরাধিকারী হতে পারে না।
advertisement
7/7
পতৌদি হাউসের ভিতরে থাকা সমস্ত বিলাসবহুল সম্পদ এবং সবকিছু এই আইনের আওতায় আসে, সেই কারণে সইফের চার সন্তানেরা এই সম্পত্তির উত্তরাধিকারী হতে পারবেন না। রিপোর্ট অনুযায়ী, সইফের প্রপিতামহদা হামিদুল্লাহ খান ব্রিটিশ শাসনকালে নবাব ছিলেন। তিনি তাঁর সমস্ত সম্পত্তির একটি উইল করতে পারেননি।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Saif Ali Khan Property : বাবার পাঁচ হাজার কোটির সম্পত্তি ফসকে গেল? সইফের চার সন্তানের কেউই ভাগীদার নন, কে ভোগ করবে সব!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল