Saif Ali Khan: ছুরির কোপে ঝাঁঝরা শরীর...! ফের হাসপাতালে ছুটলেন সইফ আলি খান, সব ঠিকাছে তো?
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Saif Ali Khan: রবিবার ফের লীলাবতী হাসপাতালে দেখা গেল সইফ আলি খানকে৷ ডেনিম প্যান্ট, সাদা টিশার্ট, চোখে রোদ চশমায় কড়া নিরাপত্তার মধ্যেই হাসপাতালে ঢুকলেন সইফ আলি খান। অভিনেতাকে দেখা মাত্রই শুরু হয়েছে ফের জল্পনা৷
advertisement
1/6

বছরের শুরুতে জানুয়ারী মাসে নিজের বাড়িতেই বড়সড় হামলার মুখে পড়েছিলেন বলিউডের স্বনামধন্য অভিনেতা সইফ আলি খান। ডাকাতির চেষ্টা করা হয় অভিনেতার বাড়িতে। তারপর থেকেই অভিনেতাকে নিয়ে জোরালো জল্পনা চলছে৷
advertisement
2/6
বাড়িতে ঢুকে এলোপাথাড়ি কোপ মারা হয় অভিনেতাকে। আর সেখানেই গুরুতর আহত হন সইফ আলি খান। সঙ্গে সঙ্গে তড়িঘড়ি তাঁকে লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ভর্তি করা হয়।
advertisement
3/6
সইফ আলি খানকে ৬ বার ছুরি দিয়ে কোপ মারা হয়, যার মধ্যে ২টি গভীর ক্ষত ছিল৷ এতটাই গভীর ছিল ক্ষত যে, বেরিয়ে এসেছিল সেরিব্রো-স্পাইনাল তরল৷ তারপর অপারেশনও হয় অভিনেতার৷
advertisement
4/6
অপারেশন হওয়ার মাত্র ৫ দিনের মাথাতেই সুস্থ হয়ে হেঁটে বাড়ি ফেরেন অভিনেতা৷ অভিনেতাকে দেখার পর থেকেই কানাঘুষো শুরু হয় টিনসেল টাউনে৷ নানারকম কথাবার্তাও উঠতে শুরু করে৷
advertisement
5/6
রবিবার ফের লীলাবতী হাসপাতালে দেখা গেল সইফ আলি খানকে৷ ডেনিম প্যান্ট, সাদা টিশার্ট, চোখে রোদ চশমায় কড়া নিরাপত্তার মধ্যেই হাসপাতালে ঢুকলেন সইফ আলি খান। অভিনেতাকে দেখা মাত্রই শুরু হয়েছে ফের জল্পনা৷
advertisement
6/6
আবার কী হল সইফের? তা নিয়ে শুরু হয় জোরদার সমালোচনা৷ তবে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার সময়ই চিকিৎসকেরা বলেছিলেন মাঝে মাঝে এসে তাঁকে চেকআপ করাতে হবে। সেই রুটিন চেকআপ করতেই এসেছিলেন অভিনেতা৷ আপাতত চিকিৎসকের পরামর্শ মেনে বিশ্রামে রয়েছেন অভিনেতা৷