Saif Ali Khan Attacked: এটাই ছিল আসল উদ্দেশ্য...! কীভাবে বাড়িতে ঢুকল দুস্কৃতী? কেন সইফের উপর হামলা? জানলে রাতের ঘুম উড়বে
- Published by:Riya Das
- news18 bangla
- Written by:Trending Desk
Last Updated:
Saif Ali Khan Attacked: সইফ আলি খানের ফ্ল্যাটে আততায়ী হামলার খবর বৃহস্পতিবার সকাল থেকেই ব্যতিব্যস্ত করে তুলেছে দেশকে। যত সময় যাচ্ছে, এক এক করে সামনে আসছে ঘটনার খুঁটিনাটি। বয়ান মিলেছে নায়কের কনিষ্ঠ পুত্র জেহ-র আয়া এলিয়ামা ফিলিপের। একই সঙ্গে প্রকাশ্যে এসেছে পুলিশের তরফ থেকে বিবৃতিও।
advertisement
1/9

সইফ আলি খানের ফ্ল্যাটে আততায়ী হামলার খবর বৃহস্পতিবার সকাল থেকেই ব্যতিব্যস্ত করে তুলেছে দেশকে। যত সময় যাচ্ছে, এক এক করে সামনে আসছে ঘটনার খুঁটিনাটি। বয়ান মিলেছে নায়কের কনিষ্ঠ পুত্র জেহ-র আয়া এলিয়ামা ফিলিপের। একই সঙ্গে প্রকাশ্যে এসেছে পুলিশের তরফ থেকে বিবৃতিও।
advertisement
2/9
মুম্বই পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার অনুচ্ছেদের অধীনে এফআইআর রেজিস্টার করেছে এই মামলায়। তাতে সশস্ত্র ডাকাতি, খুনের প্রচেষ্টা, গুরুতর আঘাত এবং বাড়িতে অনুপ্রবেশের মতো বিষয়গুলির উল্লেখ করা হয়েছে। নায়কের কনিষ্ঠ পুত্র জেহ-র আয়া এলিয়ামা ফিলিপের বয়ানের ভিত্তিতে এই এফআইআর রেজিস্টার করা হয়েছে। কেন না, তিনিই প্রথম ওই আততায়ীকে দেখতে পেয়েছিলেন বাড়ির ভিতরে।
advertisement
3/9
ডিসিপি (জোন এক্সআই) দীক্ষিক গেদম নায়কের কনিষ্ঠ পুত্র জেহ-র আয়া এলিয়ামা ফিলিপের বয়ানের ভিত্তিতে জানিয়েছেন যে ওই আততায়ী কীভাবে বাড়িতে ছুকেছিল, সেটা এখনও স্পষ্ট নয়, কেন না জোর করে ঢোকার কোনও রকম লক্ষণ তাঁদের চোখে পড়েনি।
advertisement
4/9
পুলিশের তরফ থেকে এই বিবৃতিতে জানানো হয়েছে যে সিসিটিভি ফুটেজে ওই আততায়ীকে সিঁড়ি দিয়ে নেমে যেতে দেখা গিয়েছে। নামার সময়ে সে সিসিটিভি ক্যামেরার দিকে তাকিয়েছেও। এখন তাকে তন্নতন্ন করে খোঁজা হচ্ছে বলে জানিয়েছে মুম্বই পুলিশ। তার জন্য একাধিক দল গঠন করা হয়েছে।
advertisement
5/9
অন্যদিকে, ৫৪ বছরের ফিলিপ জানিয়েছেন যে তিনিই প্রথম ওই আততায়ীকে দেখেন। এফআইআর-এ তিনি বিশদে ঘটনার কথা উল্লেখ করেছেন। বলেছেন যে সেই রাতে তিনি ঘুমোচ্ছিলেন, একটা আওয়াজে তাঁর ঘুম ভেঙে যায়।
advertisement
6/9
প্রথমে তাঁর মনে হয় বোধহয় করিনা কাপুর খান জেহ-র ঘরে গিয়েছেন। কিন্তু এর পরেই তিনি বাথরুমের দরজার কাছে মাথায় টুপি পরা এক পুরুষের অবয়বের ছায়া দেখেন।
advertisement
7/9
বুঝে নিতে দেরি হয়নি ফিলিপের একটা কিছু খারাপ ঘটতে চলেছে। সঙ্গে সঙ্গে তিনি ছুটে যান জেহ-র ঘরে। বলেন, আততায়ীর এক হাতে একটা লাঠি ছিল, অন্য হাতে ধারালো এক হেক্সা ব্লেড।
advertisement
8/9
পুলিশের তরফে টাইমস অফ ইন্ডিয়াকে এই প্রসঙ্গে জানানো হয়েছে ঘটনার ঠিক আগেই করিনা কাপুর খান বাড়িতে ফিরেছিলেন।
advertisement
9/9
"ছুরি দিয়ে কোপানোর আগে তিন আয়া, এক ভৃত্য, নায়ক এবং তাঁর স্ত্রী আততায়ীর মুখোমুখি হয়েছিলেন। তাঁরা যখন আততায়ীকে ধরার চেষ্টা করেন, তখন সে নিজেকে একটা ঘরে বন্ধ করে ফেলে। করিনা খানকে হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্যোগ নেন। সন্দেহ করা হচ্ছে যে সেই সময়েই আততায়ী পালিয়ে গিয়েছে", পুলিশের বিবৃতির অনুসারে এ কথা প্রতিবেদনে জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া।