Sabitri Chattopadhyay-Paran Bandyopadhyay: পরানের সঙ্গে সাবিত্রীর বিয়ের সম্বন্ধ হয়েছিল? ‘দাদাগিরি’তে এসে বিস্ফোরক বর্ষীয়ান অভিনেত্রী
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Sabitri Chattopadhyay-Paran Bandyopadhyay: বর্ষীয়ান অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের নবীন প্রাণ সকলের সামনে উদাহরণ তৈরি করে দিল আবারও। বয়স তো কেবল সংখ্যা মাত্র। আর তাঁর মন তো এখনও যৌবনে আটকে।
advertisement
1/6

‘দাদাগিরি ১০’–এ ‘প্রধান’ টিম। উপস্থিত হয়েছিলেন দেব, সৌমিতৃষা কুণ্ডু, মমতা শঙ্কর, পরাণ বন্দ্যোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়, সোহম চক্রবর্তী, অম্বরীশ ভট্টাচার্যরা। খেললেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে।
advertisement
2/6
বর্ষীয়ান অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের নবীন প্রাণ সকলের সামনে উদাহরণ তৈরি করে দিল আবারও। বয়স তো কেবল সংখ্যা মাত্র। আর তাঁর মন তো এখনও যৌবনে আটকে।
advertisement
3/6
আর সদ্য তার প্রমাণ পেলেন ‘দাদাগিরি’র দর্শকেরা। রিয়্যালিটি শো-এ এসে সাবিত্রী চট্টোপাধ্যায় নিজেকে নিয়ে মস্করা করতে ছাড়লেন না। জানালেন, কেন তিনি বিয়ে করেননি।
advertisement
4/6
মজার ছলে অভিনেত্রী জানালেন, তাঁর বাবা তাঁকে বিয়ে দিয়ে যাননি বলেই তিনি আর নিজে পরে করেননি। অনেক সম্বন্ধ এসেছিল, কিন্তু শেষমেশ আর বিয়ে হয়নি তাঁর।
advertisement
5/6
সাবিত্রী চট্টোপাধ্যায়ের কথায়, ‘‘যখনই কাউকে একটু ভাল লেগেছে তখনই তিনদিনের মাথায় শুনলাম তার বউ আছে।’’ হেসে ওঠেন সকলে।
advertisement
6/6
পরাণ বন্দ্যোপাধ্যায়ের হাসি দেখে সৌরভ বলেন, ‘‘পরাণ দার হাসি দেখো।’’ এটা শুনে সাবিত্রী চট্টোপাধ্যায় বলেন, ‘‘আমার কাছে ওর সম্বন্ধ এসেছিল। অনেক চেষ্টা করেছিলাম। কিন্তু বিয়ে আর করা হল না।’’