Saba Azad : তিনি নাকি হৃতিকের নতুন প্রেমিকা! সেই সাবা আজাদের প্রশংসায় পঞ্চমুখ সুজ্যান খান
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Saba Azad : হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজ্যান খান সাবার প্রশংসায় পঞ্চমুখ হলেন।
advertisement
1/5

বলিউডে এখন কান পাতলেই শোনা যাচ্ছে হৃতিক রোশন (Hrithik Roshan) সঙ্গে অভিনেত্রী সাবা আজাদের (Saba Azad) সম্পর্কের গুঞ্জন। পাপারাজ্জিদের ক্যামেরায় তাঁদের একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই জল্পনা তুঙ্গে। আর এবার হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজ্যান খান সাবার প্রশংসায় পঞ্চমুখ হলেন।
advertisement
2/5
সুজ্যান নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে, সাবা মুম্বইয়ের একটি ইভেন্টে গান গাইছেন। সেই ছবি শেয়ার করেই সাবার গানের প্রশংসা করেছেন সুজ্যান। এই অনুষ্ঠানে সাবার সঙ্গে গান গাইছেন তাঁর প্রাক্তন প্রেমিক তথা নাসিরুদ্দিন শাহের ছেলে ইমাদ শাহ।
advertisement
3/5
সুজ্যান লিখছেন, "কী দারুণ একটা সন্ধে। তুমি সুপারকুল আর দারুণ গুণী সাবা আজাদ ও ইমাদ শাহ।" সেই পোস্ট আবার শেয়ার করে সাবা উত্তর দিয়েছেন, "থ্যাংকস সুজি। খুব খুশি হয়েছি তুমি কাল রাতে এসেছিলে বলে।"
advertisement
4/5
কিছুদিন আগেই এক রেস্তোরাঁর বাইরে দেখা যায় সাবা ও হৃতিক রোশনকে. তার পরেই জল্পনা শুরু। তবে এই প্রথম নায এর আগেও দেখা হয়েছে তাঁদের।
advertisement
5/5
এক সূত্রের কথায়, "হৃতির (Hrithik Roshan) ও সাবার দেখা হয় এক কমন বন্ধুর মাধ্যমে। সেই বন্ধুও গান বাজনার সঙ্গে যুক্ত। তার পর থেকেই হৃতিক ও সাবা যোগাযোগ রেখেছেন এবং সম্প্রতি এই ডিনারে গিয়েছিলেন। ওরা কাজ নিয়ে কথা বলেছেন।" তবে হৃতিকের সঙ্গে হাত ধরে রেস্তোরাঁ থেকে বেরোতে দেখা গিয়েছিল সাবাকে।