Sa Re Ga Ma Pa Neelanjana-Rajashri: কথা রাখলেন নীলাঞ্জনা! রাজশ্রীও বড়সড় সত্যের প্রকাশ করলেন, Super Viral
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Sa Re Ga Ma Pa 2022: সারেগামাপা-র দুই বাঙালি কন্যা নীলাঞ্জনা ও রাজশ্রীর নতুন ছবি কাঁপিয়েছে সোশ্যাল মিডিয়ায়
advertisement
1/8

কথা রাখলেন সারেগামাপা কাঁপানো নীলাঞ্জনা (Sa Re Ga Ma Pa 2022 winner Neelnajana Ray) ৷ বাড়িতে ফিরেই পড়াশুনায় মন দিয়েছেন তিনি ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
2/8
উচ্চমাধ্যমিক পরীক্ষার মিউজিকের প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক পরীক্ষা দিলেন ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
3/8
বহুদিন পরে স্কুলে যেতে পেরে অত্যন্ত ভাল লাগছে নীলাঞ্জনার (Sa Re Ga Ma Pa Champion Neelanjana Ray) ৷ সেই ভালালাগা ব্যক্ত করার জন্য আর দেরি করেননি স্কুলের পোশাকেই ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
4/8
আলিপুরদুয়ারের মেয়ে নীলাঞ্জনা লেখাপড়া করেন আলিপুরদুয়ারেরই নিউটাউন বালিকা বিদ্যালয়ে ৷ নীলাঞ্জনা এটাও ইনস্টাগ্রামে লিখেছেন লেখাপড়া নিয়ে অতিরিক্ত চাপে আছেন তাই ভাল করে ছবি তুলতে পারনেনি তিনি ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
5/8
বহুদিন পরে স্কুলে এসেই শিক্ষিকাদের সঙ্গে দেখা করে তাঁদের আশীর্বাদ নিয়েছেন সারেগামাপা মঞ্চে বাংলার মুখ উজ্জ্বল করেছেন নীলাঞ্জনা রায় ৷ তিনি বিজয়ী হয়ে জাতীয় মঞ্চে বাংলাকে সত্যি সত্যি গর্বিত করেছেন ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
6/8
নীলাঞ্জনা তাঁর বাবা-মায়ের বিবাহ বার্ষিকীতে ছবি পোস্ট করে লিখেছেন তাঁর জীবনের সেরা ও আদর্শ জুটি ৷ সারেগামাপা-র মঞ্চ কাঁপানো নীলাঞ্জনার জন রইল তাঁর উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য অনেক শুভেচ্ছা ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
7/8
অন্যদিকে সারেগামাপা-তে দ্বিতীয় হয়েছেন আরও এক বাঙালি রাজশ্রী বাগ (Sa Re Ga Ma Pa 2021 Second Rajashree Bag) ৷ তিনি সারেগামাপার ট্রফি হাতে নিয়ে লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) ছবির সামনে বসে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
8/8
জাতীয় মঞ্চে বাঙালির দাদাগিরি সত্যি রীতিমত নজর কেড়েছে সবার ৷ বাংলার এই দুই মেয়ে বাঙালি হিসাবে পের প্রমাণ করেছেন তাঁরাই সেরা ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷