Rupanjana Mitra Second Marriage: রেজাউলের সঙ্গে ডিভোর্সের আগে থেকেই 'একা'! ৬ বছরের ছোট প্রেমিকের সঙ্গে ফের বিয়ের পিঁড়িতে রূপাঞ্জনা, চেনেন কি
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Rupanjana Mitra Second Marriage: দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন রূপাঞ্জনা। ছেলে রিয়ানের অনুমতি নিয়েই আবার বিয়ে করবেন অনুরাগের ছোঁয়ার ‘লাবণ্য’। পাত্রকে চেনেন কি?
advertisement
1/14

Rupanjana Mitra Second Marriage: অভিনয় জীবনে সফল হলেও ঝড়ঝাপ্টা বয়ে গিয়েছে বাস্তব জীবনে। অভিনয় করার পাশাপাশি ছেলেকে বড় করা, বিবাহবিচ্ছেদের ধাক্কা সামলানো, সিঙ্গল মাদার হিসেবে রোজের লড়াই দেখেছেন তিনি।
advertisement
2/14
Rupanjana Mitra Second Marriage: প্রথমবার ভালবেসে বিয়ে করে সংসার করতে পারেননি আনন্দে। আবাদা হতে হয়েছে খুব তাড়াতাড়ি। সেই রূপাঞ্জনা মিত্র আবার ভরসা করেছেন প্রেমে, আবার বিয়ের প্রতি শ্রদ্ধা বেড়েছে তাঁর।
advertisement
3/14
Rupanjana Mitra Second Marriage: আর তাই দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন রূপাঞ্জনা। ছেলে রিয়ানের অনুমতি নিয়েই আবার বিয়ে করবেন অনুরাগের ছোঁয়ার ‘লাবণ্য’। পাত্রকে চেনেন কি?
advertisement
4/14
Rupanjana Mitra Second Marriage: অভিনেতা-পরিচালক রাতুল মুখোপাধ্যায় কনের থেকে ৬ বছরের ছোট হলেও পারস্পরিক বোঝাপড়ায় কোনও খামতি নেই তাঁদের মধ্যে।
advertisement
5/14
Rupanjana Mitra Second Marriage: সিরিয়াল করতে গিয়েই রাতুলের সঙ্গে আলাপ রূপাঞ্জনার। ধীরে ধীরে বন্ধুত্ব এবং প্রেম। দীর্ঘদিন সহবাস করার পর আজ তাঁরা খাতায় কলমে স্বামী-স্ত্রী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
advertisement
6/14
Rupanjana Mitra Second Marriage: জানা গিয়েছে, ছেলে রিয়ানের ভবিষ্যতের কথা ভেবেই বিয়ে করতে চেয়েছেন তাঁরা। রাতুলের সঙ্গে রিয়ানের সম্পর্ক বেশ সুন্দর, তার প্রমাণ পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই।
advertisement
7/14
Rupanjana Mitra Second Marriage: পাঁচ বছরের এই সম্পর্কের ফসল, তিন জনের একটি ছোট্ট মিষ্টি পরিবার। এবার সেই পরিবারকে আইনের চোখে স্বীকৃতি দিতে ময়দানে নামলেন বর-কনে।
advertisement
8/14
Rupanjana Mitra Second Marriage: গত বছরে পাহাড়ে ঘুরতে গিয়ে ছেলের উপস্থিতিতে বাগদান সেরেছিলেন রূপাঞ্জনা এবং রাতুল। আংটিবদল করেছিলেন প্রকৃতিকে সাক্ষী রেখে।
advertisement
9/14
Rupanjana Mitra Second Marriage: ২০০৭ সালে রূপাঞ্জনা বিয়ে করেছিলেন রেজাউল হককে। ২০১৭ সালে প্রাক্তন স্বামীর সঙ্গে আইনি বিচ্ছেদ হয় অভিনেত্রীর।
advertisement
10/14
Rupanjana Mitra Second Marriage: তাঁদের এক ছেলে রিয়ানের জন্ম হয়। কিন্তু অভিনেত্রীর আক্ষেপ, অন্তঃসত্ত্বা থাকাকালীনই সম্পর্কে দূরত্বে তৈরি হয়।
advertisement
11/14
Rupanjana Mitra Second Marriage: খুব কম বয়স থেকেই একা লড়াই করেছেন নায়িকা। আর সেই সময়েই পাশে পেয়েছিলেন রাতুলকে।
advertisement
12/14
Rupanjana Mitra Second Marriage: ছোট্ট রিয়ানের বয়স তখন ৪ বছর। দীর্ঘ পাঁচ বছর ধরে তাঁরা একে অপরের সহায় হয়ে ওঠার চেষ্টা করে এসেছেন।
advertisement
13/14
Rupanjana Mitra Second Marriage: ঘরোয়া ভাবেই বিয়ে সারতে চান যুগল। খুব বেশি সরঞ্জামের দাবি নেই কারওরই। উপস্থিত থাকবেন কেবল কাছের মানুষেরা। কিন্তু বিয়ের তারিখ কবে?
advertisement
14/14
Rupanjana Mitra Second Marriage: রূপাঞ্জনা বা রাতুল কেউই এখনও বিয়ের তারিখ স্থির করেননি। নানা রকমের ভাবনাচিন্তা চলছে। তবে এ কথা স্পষ্ট, খুব তাড়াতাড়ি স্বামী-স্ত্রী হিসেবে সংসার শুরু করবেন। তাঁদের সংসারের চোখের মণি হয়ে থাকবে ছোট্ট রিয়ান।