Rupanjana Mitra : ছেলে রিয়ানকে কোলে নিয়েই বিয়ে সারলেন অভিনেত্রী! গোধূলি লগ্নে চার হাত এক হল রূপাঞ্জনা-রাতুলের
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
Rupanjana Mitra : গোধূলি লগ্নে সাতপাকে বাঁধা পড়লেন রূপাঞ্জনা মিত্র ও রাতুল মুখোপাধ্যায়। শুক্রবার সন্ধ্যায় চার হাত এক হল তাঁদের।
advertisement
1/8

গোধূলি লগ্নে সাতপাকে বাঁধা পড়লেন রূপাঞ্জনা মিত্র ও রাতুল মুখোপাধ্যায়। শুক্রবার সন্ধ্যায় চার হাত এক হল তাঁদের। (Picture Credit: birdlens Creation)
advertisement
2/8
নান্দীমুখ থেকে গায়ে হলুদ সকাল থেকেই সমস্ত রীতি মেনে বিয়ের নানা অনুষ্ঠান সেরেছিলেন তারকা দম্পতি। (Picture Credit: birdlens Creation)
advertisement
3/8
শুক্রবার সন্ধ্যায় আবার বিয়ের পিঁড়িতে বসলেন অভিনেত্রী। রূপাঞ্জনা তাঁর সাড়ে ছ’বছরের প্রেমিক রাতুলের হাত ধরে শুরু করলেন নতুন পথ চলা। (Picture Credit: birdlens Creation)
advertisement
4/8
বৃহস্পতিবার ভাজা, ডাল , পোলাও, মাংস, মাছ, চাটনি, মিষ্টি সহযোগে তাঁরা সেরেছেন আইবুড়ো ভাতও। (Picture Credit: birdlens Creation)
advertisement
5/8
আজ নিউটাউনের একটি বিলাসবহুল ব্যাঙ্কোয়েটে তাঁদের বিয়ে আসর বসেছে। প্রথাগত ভাবে কার্ড দিয়ে নিমন্ত্রণ নয় বরং ই-কার্ডের মাধ্যমেই অতিথিদের নিমন্ত্রণ জানিয়েছেন অভিনেত্রী। (Picture Credit: birdlens Creation)
advertisement
6/8
বিকাল সাড়ে চারটায় ছিল তাঁদের বিয়ের লগ্ন। হাতে শাঁখা-পলা, সঙ্গে মানাসই সোনার গয়না, পরনে লাল রঙের বেনারসি ও বটল গ্রীণ ব্লাউজে সেজে উঠেছিলেন রূপাঞ্জনা। অন্যদিকে, চিরাচরিত বর বেশে সেজে ছিলেন রাতুল। (Picture Credit: birdlens Creation)
advertisement
7/8
ছেলে রিয়ানকে কোলে নিয়েই বিয়ে করলেন অভিনেত্রী। (Picture Credit: birdlens Creation)
advertisement
8/8
রূপাঞ্জনা-রাতুলের বিয়েতে হাজির ছিলেন ইন্ড্রাস্টির অনেকেই। উপস্থিত ছিলেন দেবাদৃতাও। (Picture Credit: birdlens Creation)