Rupam Islam Fossils: মঞ্চে ঝড় তুললেন রূপম! 'ফসিলস'-এর ম্যাজিকে আরও একবার বুঁদ শ্রোতারা
- Published by:Sanchari Kar
- hyperlocal
- Reported by:MAINAK DEBNATH
Last Updated:
Rupam Islam Fossils: সন্ধ্যা আনুমানিক সাড়ে ছ'টা নাগাদ টিকিট হাতে নিয়ে একের পর এক দর্শকেরা শুরু করে দিয়েছেন। আনুমানিক সাড়ে সাতটা নাগাদ মঞ্চে উঠে প্রোগ্রাম শুরু হওয়ার কথা রুপম ইসলাম ও তার ব্যান্ড ফসিলসের
advertisement
1/6

উড়ানের উদ্যোগে কৃষ্ণনগর বসন্ত উৎসব ২০২৪। ১৫, ১৬ এবং ১৭ মার্চ তিন দিনব্যাপী কৃষ্ণনগর বসন্ত উৎসবের আয়োজন করা হয় উড়ানের পক্ষ থেকে। ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
advertisement
2/6
প্রথম দিন রানা দলুই এবং দ্বিতীয় দিন দুটি কলকাতার মিউজিক্যাল ব্যান্ড এবং অবশেষে বহু প্রতীক্ষিত বাংলা রক ব্যান্ডের অন্যতম ফসিলস!
advertisement
3/6
দুপুর থেকেই টিকিট কাউন্টার ও গেটের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে ফসিলসের অনুগামীরা। শুধু কৃষ্ণনগর নয়, গোটা জেলা এবং পার্শ্ববর্তী জেলা থেকেও একাধিক সঙ্গীতপ্রেমী মানুষেরা উপস্থিত হয়েছে কৃষ্ণনগর কারবালা ময়দানে।
advertisement
4/6
নিরাপত্তাজনিত কারণে একাধিক দেহরক্ষী রাখা হয়েছে সমগ্র অনুষ্ঠানের এলাকা জুড়ে। এছাড়াও পুলিশ প্রশাসনের ভূমিকাও যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
advertisement
5/6
সন্ধ্যা আনুমানিক সাড়ে ছ'টা নাগাদ টিকিট হাতে নিয়ে একের পর এক দর্শকেরা শুরু করে দিয়েছেন। আনুমানিক সাড়ে সাতটা নাগাদ মঞ্চে উঠে প্রোগ্রাম শুরু হওয়ার কথা রূপম ইসলাম ও তাঁর ব্যান্ড ফসিলসের।
advertisement
6/6
এরপরেই আনুমানিক সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ মঞ্চে উঠে ঝড় তোলেন রূপম ইসলাম ও তাঁর ব্যান্ড ফসিলস! তাঁর গান শুনে আবেগে ভেসে ওঠে আপামর কৃষ্ণনগরবাসী! ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ