Shovan Ganguly-Sohini Sarkar: সোহিনীর সঙ্গে বাগদান সারলেন শোভন? গায়কের হাতে আংটি দেখেই শুরু জল্পনা
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
প্রেম নিয়ে রাখঢাক শোভন গঙ্গোপাধ্যায়ের স্বভাবে নেই। ভালবাসা নিয়ে আগাগোড়াই তিনি উদার। তবে স্বস্তিকা দত্তের সঙ্গে প্রেম ভাঙার পর থেকে খানিক যেন হিসেবী হয়ে উঠেছিলেন শোভন। তবে এবার খবর তিনি নাকি সোহিনী সরকারের সঙ্গে সারলেন বাগদান?
advertisement
1/8

প্রেম নিয়ে রাখঢাক শোভন গঙ্গোপাধ্যায়ের স্বভাবে নেই। ভালবাসা নিয়ে আগাগোড়াই তিনি উদার। তবে স্বস্তিকা দত্তের সঙ্গে প্রেম ভাঙার পর থেকে খানিক যেন হিসেবী হয়ে উঠেছিলেন শোভন। তবে এবার খবর তিনি নাকি সারলেন বাগদান?
advertisement
2/8
প্রায় তিন বছর চুটিয়ে প্রেম করেন নায়িকার সঙ্গে। তবে গত বছর আচমকাই ভেঙে যায় সেই প্রেম। যদিও তার কারণ যদিও এখনও অজানা। টলিপাড়ার অন্দরের গুঞ্জন, স্বস্তিকার পর সোহিনী সরকারকে তিনি মন দিয়েছেন।
advertisement
3/8
সোহিনী-শোভনকে প্রায়শই একসঙ্গে সময় কাটাতে দেখা যায়। তবে সোহিনীর সঙ্গে কাটানো মুহূর্তের ছবি অতীতে পোস্ট করেছিলেন শোভন। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যে তা মুছেও স্যোশাল মিডিয়া থেকে। বিতর্কের ভয়? নাকি নিছক ব্যক্তিজীবন আড়ালে রাখার সিদ্ধান্ত? সেই উত্তর পাওয়া যায়নি।
advertisement
4/8
তবে সম্প্রতি সোহিনীর সঙ্গে একটি বিয়ে বাড়িতে গিয়েছিলেন তিনি। সেজেগুজে নায়িকার সঙ্গে ছবি তুলে তা ইনস্টাগ্রাম স্টোরিতে তা পোস্টও করেন গায়ক।
advertisement
5/8
আর এবার গুঞ্জন চুপিচুপি তাঁরা নাকি সারলেন বাগদান? এই বছর প্রেমদিবস তাঁরা কাটিয়েছেন সুইডেনের।
advertisement
6/8
দু'জনেই বরফের দেশে ঘুরতে গিয়েছেন, তার আভাস মিলেছিল সোশ্যাল মিডিয়ায়। একসঙ্গে ছবিও পোস্ট করে দেন শোভন। কিন্তু আবারও তা মুছে দেন! আর এর মাঝেই তাঁর সদ্য প্রকাশ্যে আসা রিল ভিডিও, এই চর্চাকে আরও উস্কে দেয়।
advertisement
7/8
রিলে দেখা গিয়েছে সুইডেনের বরফে মোড়া পাহাড়ে দাঁড়িয়ে গান করছেন শোভন, আর তাঁর অনামিকায় জ্বলজ্বল করছে একটি সোনার আংটি। এই আংটি দেখে অনেকেই মনে করছেন তিনি নাকি এনগেজমেন্ট করেছেন।
advertisement
8/8
তাহলে কি বেড়াতে গিয়ে সোহিনীর সঙ্গে বাগদানটা সেরে ফেললেন শোভন? সে বিষয়ের সত্যতা অবশ্য যাচাই করেনি নিউজ ১৮ বাংলা।