TRENDING:

Rubel Das Accident: পায়ে প্লাস্টার নিয়েই মেগায় ফিরলেন রুবেল! 'নিম ফুলের মধু'-র অনুরাগীদের মুখে হাসি

Last Updated:
আর তার মাঝেই গুঞ্জন শোনা যাচ্ছিল এবার নাকি তাঁকে আর মেগায় দেখা যাবে না। তাঁর পরিবর্তে অন্য কোনও অভিনেতাকে দেখা যাবে সৃজনের ভূমিকায়। এই গুঞ্জনে অনুরাগীদেরও মন খারাপ হয়ে গিয়েছিল।
advertisement
1/6
পায়ে প্লাস্টার নিয়েই মেগায় ফিরলেন রুবেল! 'নিম ফুলের মধু'-র অনুরাগীদের মুখে হাসি
দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে দু‘পায়ের গোড়ালি ভেঙে যায় রুবেলের। জনপ্রিয় ধারাবাহিক ‘নিম ফুলের মধু’-তে তাঁকে সৃজন দত্তের ভূমিকায় দেখা যাচ্ছে বর্তমানে। মঙ্গলবার ধারাবাহিকেরি একটি অ্যাকশন দৃশ্যে শ্যুটের সময় ঘটে যায় এই দুর্ঘটনা।
advertisement
2/6
সূত্রের খবর, বাসের উপর থেকে লাফ দেওয়ার একটি দৃশ্যের শ্যুট চলছিল। তখনই সেখান থেকে বেকায়দায় পড়ে গিয়ে এই অবস্থা হয়। সঙ্গে সঙ্গেই প্লাস্টার করা হয় তাঁর পায়ে। চিকিৎসক ছয় সপ্তাহের জন‍্য সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন অভিনেতাকে।
advertisement
3/6
আর তার মাঝেই গুঞ্জন শোনা যাচ্ছিল এবার নাকি তাঁকে আর মেগায় দেখা যাবে না। তাঁর পরিবর্তে অন্য কোনও অভিনেতাকে দেখা যাবে সৃজনের ভূমিকায়। এই গুঞ্জনে অনুরাগীদেরও মন খারাপ হয়ে গিয়েছিল।
advertisement
4/6
কিন্তু সেই সব গুঞ্জন নস্যাৎ করে নিউজ ১৮ বাংলা ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে রুবেল জানান তিনি থাকছেন মেগায়। তাঁর পা ভাঙার কারণে গল্পের ট্র্যাকেও পরিবর্তন হবে এবং দেখানো হবে সৃজনেও পা ভেঙে গিয়েছে।
advertisement
5/6
ইতিমধ্যে সেই ট্র্যাক মেগাতেও শুরু হয়ে গিয়েছে। সেখানে দেখানো হয়েছে সৃজনের মা ছেলের পা ভাঙা নিয়ে পর্ণাকে দোষারোপ করছে। আর সেই অভিযোগ ভুল প্রমাণ করতে পর্ণা তিন্নি সবার সামনে নিয়ে এসে সৃজনের পা ভাঙার পিছনে আসল কারণ দত্ত পরিবারের সকলকে জানাচ্ছে।
advertisement
6/6
এখন অভিনেতা রুবেলের বাড়িতেই মেগায় তাঁর অংশ গুলি শ্যুট করে নেওয়া হচ্ছে। তাঁর প্রত্যাগমনে স্বাভাবিকভাবেই খুশি তাঁর অনুরাগীরা।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Rubel Das Accident: পায়ে প্লাস্টার নিয়েই মেগায় ফিরলেন রুবেল! 'নিম ফুলের মধু'-র অনুরাগীদের মুখে হাসি
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল