শাড়ি, খোলা চুল ! পুজোর সাজে সিঙ্গাপুরের রাস্তায় ঋতুপর্ণা সেনগুপ্ত !
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
সেই সঙ্গে আজ শুভ সপ্তমী। মা দুর্গার সাজে সেজে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
advertisement
1/5

ঋতুপর্ণা সেনগুপ্ত। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী তো বটেই। সেই সঙ্গে তাঁর স্টাইলে রয়েছে এক অন্য রূপ। এবার পুজোয় সিঙ্গাপুরে আছেন তিনি। এখানেই তাঁকে দেখা গেল সবুজ শাড়ি ও ব্যাগ নিয়ে পুজোর সাজে রাস্তায় ছবি তুলতে। photo source Instagram
advertisement
2/5
এই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অভিনেত্রী। photo source Instagram
advertisement
3/5
সেই সঙ্গে আজ শুভ সপ্তমী। মা দুর্গার সাজে সেজে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। photo source Instagram
advertisement
4/5
আবার কখনও একেবারে হালকা সাজে হয়ে উঠেছেন মোহময়ী।photo source Instagram
advertisement
5/5
পুজোর শুভেচ্ছা জানিয়ে ঋতুপর্ণা লেখেন, "এই বছর এতো মনখারাপ এর মাঝেও আমরা মা দূর্গা-র আগমনীতে আমাদের মন একই রকম ভাবে মেতে উঠেছে ! শুধু প্রয়োজন একটু সাবধানতা আর সচেনতা ! সকলের পুজো খুব ভালো কাটুক! ভালো থাকুন সবাই! শারদ শুভেচ্ছা"photo source Instagram