Ritabhari Chakraborty : বুর্জ খলিফার সামনে ঋতাভরী! দুবাই গিয়ে কেমন সময় কাটছে অভিনেত্রীর, দেখুন সেই অ্যালবাম
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Ritabhari Chakraborty : অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর পায়ের তলায় সর্ষে।এই মুহূর্তে দুবাইতে ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী।
advertisement
1/7

অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর পায়ের তলায় সর্ষে। সময় পেলেই বাক্স প্যাঁটরা গুছিয়ে বেড়াতে যান। এই মুহূর্তে দুবাইতে ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী।
advertisement
2/7
দুবাই বেড়াতে যাওয়ার অন্যতম আকর্ষণ বুর্জ খলিফা। সেই বুর্জ খলিফার সামনে এক রেস্তোরায় সুসময় কাটাচ্ছেন অভিনেত্রী। ঋতাভরীর ভ্রমণের অ্যালবাম দেখে মুগ্ধ নেটিজেন।
advertisement
3/7
দুবাইয়ের মিরাকল গার্ডেনে ঋতাভরীর। বাগানের মতোই সেজেছেন অভিনেত্রী। ফ্লোরাল গাউনের সঙ্গে মাথায় পরেছেন ফুলের টিয়ারা।
advertisement
4/7
ছবির ক্যাপশনে ঋতাভরী লিখছেন, "পৃথিবীতেই স্বর্গ আছে। কোটি কোটি ফুল ঘিরে রয়েছে আমায়। কী সুন্দর একটা জায়গা।"
advertisement
5/7
দুবাই বেড়াতে গিয়ে ফ্যাশনিস্তা হিসেবে নিজেকে তুলে ধরেছেন ঋতাভরী। দুবাইয়ের ক্যাফে রেস্তোরাঁয় ঘুরছেন তিনি।
advertisement
6/7
এক কাপ চায়ে আমি তোমাকে চাই.... এক কাপ কফিতে মন দিয়েছেন টলিউডের ডিভা। দুবাইতে দিয়ে একটি ইয়াচে চড়ার অভিজ্ঞতাও হয়েছে ঋতাভরী।
advertisement
7/7
গত বছর ঋতাভরীর দুটি অস্ত্রপোচার হয়েছে। তার মধ্যেই তাঁর ছবি এফআইআর মুক্তি পেয়েছে। এখন সুস্থ তিনি। তাই সুন্দর সময় কাটাতে ব্যস্ত অভিনেত্রী।