TRENDING:

Rising India Summit 2023: আমি খুব লোভী, নিজের স্বপ্নের জীবন বাঁচছি : রকুল প্রীত সিং

Last Updated:
advertisement
1/5
আমি খুব লোভী, নিজের স্বপ্নের জীবন বাঁচছি : রকুল প্রীত সিং
''রকুল এমন একটি মেয়ে যে নিজের স্বপ্নের জীবন বাঁচছে, প্রতিদিন ভাবছে আরও কিছুটা উন্নত হতে। আমি অভিনেতা, উদ্যোগপতি... নতুন নতুন কাজ করতে চাই, নিজের স্বপ্ন পূরণ করতে চাই।'' -বৃহস্পতিবার নিউজ18 নেটওয়ার্কের অনুষ্ঠান ‘রাইজিং ইন্ডিয়া সামিট ২০২৩’-এ এমনটাই জানালেন তামিল, তেলুগু, হিন্দি ইন্ডাস্ট্রির জনপো্রিয় অভিনেত্রী রকুল প্রীত সিং
advertisement
2/5
বলিউডের যাত্রা মসৃণ নয়, নানা লবি, নানা ক্যাম্পের ভিড়! কিন্তু রকুল কোন ক্যাম্পের সদস্য?- উত্তরে সুন্দরী জানান, '' নিজের প্রতি বিশ্বাসের ক্যাম্প।''
advertisement
3/5
আত্মবিশ্বাস উপচে পড়ল অভিনেত্রীর চোখে-মুখে, '' আমার অনেক স্বপ্ন আছে ঠিকই। কিন্তু কখনও ভেবে নিইনি বলিউডের যাত্রা খুব কঠিন। তাছাড়া, আমি যখন প্রথম আসি এই জগতে, এতটাই ছোট ছিলাম যে এইসব ক্যাম্প-লবি কিছুই বুঝতাম না। খালি এটুকু জানতাম এবং মনেপ্রাণে বিশ্বাস করতাম, আমি অভিনেত্রী হবই। নিজের প্রতি বিশ্বাস ছিল। আমি ক্যাম্প কালচারে বিশ্বাস করি না। অমিতাভ বচ্চন থেকে অজয় স্যর, অক্ষয় স্যর বা সিদ্ধার্থ, আয়ুষ্মান... সবার সঙ্গে কাজ করেছি। আর কোন ইন্ডাস্ট্রি সহজ? কোনও পেশাই সহজ নয়। জীবনে কোনওকিছুই সহজ নয়।''
advertisement
4/5
রকুল জানান, '' আমি খুব লোভী।''
advertisement
5/5
কেরিয়ারে কখনও 'গডফাদার' বা 'মেন্টর'-এর প্রয়োজন মনে করেছেন? অভিনেত্রীর উত্তর, '' যখন আমি কাজ শুরু করেছিলাম, জানতাম না মেন্টরের প্রয়োজন হয়। আমি এও জানতাম না, বলিউডে কাজ করতে গেলে মুম্বইয়ে থাকতে হবে। যেটা প্রয়োজন, সেটা সমর্থন। এই সমর্থন ইন্ডাস্ট্রির থেকে আসতে পারে, পরিবারের থেকেও আসতে পারে। আমি পরিবারের থেকে বিশাল সাপোর্ট পেয়েছিলাম।''
বাংলা খবর/ছবি/বিনোদন/
Rising India Summit 2023: আমি খুব লোভী, নিজের স্বপ্নের জীবন বাঁচছি : রকুল প্রীত সিং
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল