TRENDING:

Rimjhim Mitra Wedding Update: রিমঝিম মিত্রর বিয়ের পর এবার আরও বড় খবর, রহস্যফাঁস করলেন নায়িকা নিজেই!

Last Updated:
Rimjhim Mitra Wedding Update: বিয়ের ছবি ঘিরেই তোলপাড় হয় টলিউড ও রিমঝিম মিত্রের অনুরাগীরা।
advertisement
1/9
রিমঝিম মিত্রর বিয়ের পর এবার আরও বড় খবর, রহস্যফাঁস করলেন নায়িকা নিজেই!
পরনে লাল বেনারসি, কপালে সিঁদুর, মাথায় ওড়না, ফুলের সাজ-- একেবারে লাল টুকটুকে নববধূর সাজে শনিবার ফেসবুকে ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী রিমঝিম মিত্র। হ্যাশট্যাগে ছিল বিয়ে ও নতুন অধ্যায় শুরু কথা। স্বাভাবিক ভাবেই নিমেষে সেই ছবি ও খবর ছড়িয়ে পড়ে। টলিউডের নায়িকার বিয়ের খবরে শোরগোল পড়ে যায়।
advertisement
2/9
যদিও কার সঙ্গে বিয়ে, কবে হল বিয়ে, সে সব কিছু প্রকাশ করেননি অভিনেত্রী। তবে কি সত্যি বিয়ে করলেন অভিনেত্রী? প্রশ্ন ঘুরতে শুরু করে টলিপাড়ায়। অনেকে আবার রিমঝিমের পোস্টের নীচেই প্রশ্ন করেন, খবরটা কি সত্যি?
advertisement
3/9
কিন্তু শনিবারের তারিখটা অনেকেই ভুলে গিয়েছিলেন। ১ এপ্রিল বিয়ের ছবি পোস্ট করে একেবারে চমকে দিয়েছেন রিমঝিম মিত্র। এককথায় বোকা বানিয়েছেন সকলকেই।
advertisement
4/9
রবিবার রিমঝিম নিজেই একটি সংবাদসংস্থার পোস্ট শেয়ার করে লিখেছেন, 'যারা যারা গতকাল আমার বিয়েতে খেয়ে গেছ তাদের জন্য'। ওই খবরে পরিষ্কার লেখা রয়েছে, ১ এপ্রিল তিনি বোকা বানিয়েছেন সকলকে।
advertisement
5/9
সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে রিমঝিম জানিয়েছেন, 'সবাই এপ্রিল ফুল হয়েছে। আসলে আমি একেবারে সিঙ্গল জ্বলজ্বল করছি।'
advertisement
6/9
শনিবার বিয়ের ছবি পোস্ট করার পর মারাত্মক ট্রোলডও হতে হয় রিমঝিমকে। অনেকেই বাংলা মাসের কথা উল্লেখ করে কীভাবে তিনি বিয়ে করলেন, তা নিয়ে প্রশ্ন ছুড়ে দেয়।
advertisement
7/9
যদিও সে সমস্ত ট্রোলিংকে পাত্তা না দিয়ে একেবারেই খোশ মেজাজে রয়েছেন রিমঝিম।
advertisement
8/9
সাক্ষাৎকারে নায়িকা জানিয়েছেন, এর আগে প্রায় ৮ বছরের প্রেম ভেঙে যায় তাঁর। তবে সত্যিকারের বিয়ে নিয়ে এখনই মুখ খুলতে নারাজ তিনি।
advertisement
9/9
তিতলি ধারাবাহিকের সেটে তোলা এই বিয়ের ছবি ঘিরেই তোলপাড় হয় টলিউড ও নায়িকার অনুরাগীরা।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Rimjhim Mitra Wedding Update: রিমঝিম মিত্রর বিয়ের পর এবার আরও বড় খবর, রহস্যফাঁস করলেন নায়িকা নিজেই!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল