Ridhima Ghosh Becomes Mother : মা হলেন অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ, পুত্র না কন্যা? ‘ফেলুদা’র পরিবারে এল কে
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Ridhima Ghosh Becomes Mother : অপেক্ষার অবসান হল। অভিভাবক হিসেবে নতুন জন্ম ‘রং মিলান্তি’র নায়ক-নায়িকার। দাদু হলেন সব্যসাচী চক্রবর্তী। অভিনেতা অর্জুন চক্রবর্তী এবং সৃজা সেন কাকা এবং কাকিমা হলেন।
advertisement
1/8

অপেক্ষার অবসান। মা হলেন ঋদ্ধিমা ঘোষ। অভিনেত্রীর কোল আলো করে এল পুত্রসন্তান। বাবা হিসেবে নতুন জীবন শুরু করতে চলেছেন গৌরব চক্রবর্তী। ‘ফেলুদা’র বাড়িতে আজ খুশির জোয়ার।
advertisement
2/8
অন্তঃসত্ত্বা থাকাকালীন একাধিকবার শিরোনাম দখল করেছেন সব্যসাচী চক্রবর্তীর পূত্রবধূ। মাতৃত্বকালীন ফোটোশ্যুট করে বারবার তাক লাগিয়েছেন ভক্তদের।
advertisement
3/8
ঋদ্ধিমা ও গৌরব ইনস্টাগ্রাম ভরিয়ে সন্তানের আগমনী গান গেয়েছেন বারবার। ‘বেবি কামিং সুন’ হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করেছেন ঝলমলে আনন্দের ছবি।
advertisement
4/8
সেই অপেক্ষার অবসান হল। অভিভাবক হিসেবে নতুন জন্ম ‘রং মিলান্তি’র নায়ক-নায়িকার। দাদু হলেন সব্যসাচী চক্রবর্তী। অভিনেতা অর্জুন চক্রবর্তী এবং সৃজা সেন কাকা এবং কাকিমা হলেন।
advertisement
5/8
পয়লা বৈশাখের শুভ দিনে সুসংবাদ দিয়েছিলেন অভিনেত্রী। ইনস্টাগ্রামে লিখেছিলেন, ‘মহা অভিযান শুরু হতে চলেছে। পয়লা বৈশাখের এই শুভ দিনে আপনাদের জানাতে চাই, আমাদের কোলে সন্তান আসতে চলেছে। প্রার্থনা করবেন।’
advertisement
6/8
এর আগেই তিনি পোস্ট করে জানিয়েছেন, শরীরে নানা রকম পরিবর্তন এসেছে মাতৃত্বকালীন পর্যায়ে। কিন্তু এটাই যে চরম সুখ, সে কথা আগেও বারবার জানিয়েছেন নায়িকা।
advertisement
7/8
কিছু দিন আগে প্রয়াত মায়ের ছবি নিয়েই সাধ খেতে বসেছিলেন নায়িকা। মায়ের আদরে খামতি রাখেননি তাঁর বাবা এবং শ্বশুর সব্যসাচী চক্রবর্তী। সব আয়োজন করেছিলেন হবু মায়ের জন্য।
advertisement
8/8
২০১৭ সালে ২৮ নভেম্বর সাতপাকে বাঁধা পড়েছিলেন গৌরব ও ঋদ্ধিমা৷ বিয়ের ছয় বছর পর জীবনের নতুন অধ্যায় শুরু করলেন তারকা দম্পতি। সন্তানের বাবা-মা হয়ে পথচলা শুরু হতে চলেছে।