TRENDING:

Richa Chadha-Ali Fazal: আলি-রিচার প্রেম সম্পর্কে জানাজানি হওয়ার পর... বিয়ে নিয়ে কী বলেছিল পরিবার? মুখ খুললেন ‘হিরামান্ডি’ অভিনেত্রী

Last Updated:
Richa Chadha-Ali Fazal: ২০২০ সালে অতিমারির মধ্যেই বিয়ে করেছিলেন রিচা এবং আলি। এরপর ২০২২ সালে ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের উপস্থিতিতে নিজেদের বিবাহবন্ধন উদযাপন করেছিলেন তাঁরা।
advertisement
1/8
আলির সঙ্গে প্রেমের কথা জানাজানি হওয়ার পর... মুখ খুললেন ‘হিরামান্ডি’ অভিনেত্রী
খুব শীঘ্রই তারকা জুটি রিচা চাড্ডা এবং আলি ফজলের জীবনে আসতে চলেছে তাঁদের প্রথম সন্তান। ‘ফুকরে’ ছবির সেটেই শুরু হয়েছিল তাঁদের প্রেমের কাহিনি। সেই প্রেমই পৌঁছায় ছাদনাতলায়।
advertisement
2/8
২০২০ সালে অতিমারির মধ্যেই বিয়ে করেছিলেন রিচা এবং আলি। এরপর ২০২২ সালে ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের উপস্থিতিতে নিজেদের বিবাহবন্ধন উদযাপন করেছিলেন তাঁরা। যদিও রিচা এবং আলির ধর্মীয় বিশ্বাস ভিন্ন। কিন্তু তাঁরা ফিল্টার ছাড়া প্রেমের ক্ষেত্রেই বিশ্বাসী।
advertisement
3/8
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে রিচা তাঁদের বিয়ের প্রসঙ্গ তুলে ধরেছেন। তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল যে, এহেন বিবাহের সিদ্ধান্তের কারণে তাঁকে কোনও রকম প্রশ্নের মুখে পড়তে হয়েছিল কি না?
advertisement
4/8
এক সাক্ষাৎকারে তিনি বলেন, “নিজের পছন্দের বিষয়ে আপনি যদি দৃঢ় থাকেন, আর এতে যদি পরিবারকেও নিজের পাশে পান, তাহলে অন্য কারও মতামত এখানে গৃহীত হবে না। আর আমি যেমন বললাম যে, একজন মানুষ প্রথমে একজন মানুষ। আর যখন আপনি প্রেমে পড়েন, তখন আপনার পছন্দের ক্ষেত্রে কোনও ছাঁকনি বা ফিল্টার থাকা উচিত নয়। যখন আপনি প্রেমে পড়েন, তখন বিষয়টা এরকমই হবে।”
advertisement
5/8
ওই একই সাক্ষাৎকারে রিচা বলেন, “আপনারা জানেন যে, আমাদেরও তো পরিবার রয়েছে।” তাঁর বক্তব্য, তিনি চাননি তাঁর পরিবার এই সম্পর্কের কথা সংবাদমাধ্যম থেকে জানতে পারুক।
advertisement
6/8
অভিনেত্রীর কথায়, “আমার মনে আছে, জুডি ডেঞ্চের সঙ্গে আলির ছবি ‘ভিক্টোরিয়া অ্যান্ড আবদুল’-এর জন্য ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিতে আমিও সঙ্গে গিয়েছিলাম। আসলে আমি বলেছিলাম… সারা বিশ্বের দরবারে জুডি ডেঞ্চের সঙ্গে তোমার রেড কার্পেটটা আমি মিস করতে চাই না। কিন্তু ও বলেছিল, কেউ তো জানে না। তাই আমি বলেছিলাম যে, তাহলে বিষয়টা সর্বসমক্ষে বলে দেওয়া যাক। এটাই তার উপযুক্ত সময়।”
advertisement
7/8
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে প্রথম সন্তান আগমনের কথা ঘোষণা করেছিলেন রিচা চাড্ডা এবং আলি ফজল। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘হিরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’ নিয়ে বেশ উচ্ছ্বসিত রিচা।
advertisement
8/8
News18 Showsha-র সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে রিচা বলেন, “বিয়ের ১০-১৫ দিন আগেই আমি ‘হিরামান্ডি’-র শ্যুটিং শুরু করেছিলাম। আর সেই সময় কিংবা অদূর ভবিষ্যতে মাতৃত্বের কথা আমি ভাবিইনি।”
বাংলা খবর/ছবি/বিনোদন/
Richa Chadha-Ali Fazal: আলি-রিচার প্রেম সম্পর্কে জানাজানি হওয়ার পর... বিয়ে নিয়ে কী বলেছিল পরিবার? মুখ খুললেন ‘হিরামান্ডি’ অভিনেত্রী
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল