Richa Chadha-Ali Fazal: রবিবার সকালেই সামনে এল রিচা-আলির মেয়ের ছবি... কেমন দেখতে হল ফুটফুটে কে?
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
এদিন আলি ফজল একটি ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে। তোয়ালে মোড়া একরত্তির পায়ের ছবি পোস্ট করে অভিনেতা লেখেন, 'আমরা সত্যিই আশীর্বাদধন্য। আমাদের ছোট্ট মেয়েটা আমাদের সারাক্ষণ ব্যস্ত করে রেখেছে। তাই আপনাদের সবাইকে ধন্যবাদ।'
advertisement
1/9

সদ্য মা হয়েছেন বলিউডের দক্ষ অভিনেত্রী রিচা চাড্ডা। কন্যাসন্তান এসেছে রিচা-আলির কোলের। ‘ফুকরে’ ছবির সেটেই শুরু হয়েছিল তাঁদের প্রেমের কাহিনি। সেই প্রেমই পৌঁছায় ছাদনাতলায়। এখন তাঁরা সন্তানের মা-বাবা।
advertisement
2/9
রিচা চাড্ডা এবং আলি ফজল ২০২২ স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্টে বিয়ে করেছিলেন। সালে বিয়ে করেছিলেন এবং এই বছরের শুরুতে তাদের গর্ভাবস্থা ঘোষণা করেছিলেন। এই বছরের শুরুতে অন্তঃসত্ত্বা হওয়ার কথা ঘোষণা করেছিলেন।
advertisement
3/9
২০২০-তে বিয়ে হলেও ২০২২এ তাঁরা বিয়ের অনুষ্ঠান করেন এবং এরপরই ২০২৪এর ফেব্রুয়ারি গুড নিউজ দেন৷
advertisement
4/9
রিচাকে শেষ দেখা গিয়েছিল হীরামান্ডি ছবিতে। কপিল শর্মার শো-তে এসে ছবি নিয়ে অনেক কথা বলেন তিনি। অন্তঃসত্ত্বা অবস্থাতেই তিনি যান প্রিমিয়ারে।
advertisement
5/9
রিচা বলেন, “বিয়ের ১০-১৫ দিন আগেই আমি ‘হিরামান্ডি’-র শ্যুটিং শুরু করেছিলাম। আর সেই সময় কিংবা অদূর ভবিষ্যতে মাতৃত্বের কথা আমি ভাবিইনি।”
advertisement
6/9
রিচা তাঁদের সন্তানের লালন-পালনের পরিকল্পনার কথা বলতে গিয়ে জানিয়েছিলেন, মূল্যবোধ এবং গুণের অধিকারী হোক তাঁদের সন্তান, এমনই আশা করেন।
advertisement
7/9
আলি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন, ‘১৬.০৭.২৪ তারিখে একটি সুস্থ শিশু কন্যার আগমনের ঘোষণা করতে গিয়ে খুবই আনন্দিত আমরা। আমাদের পরিবারের লোকেরাও খুব খুশি। আমরা আমাদের শুভাকাঙ্ক্ষীদের কাছে কৃতজ্ঞ। তাঁদের ভালবাসা এবং আশীর্বাদের জন্য।’
advertisement
8/9
সন্তানের মুখ দীর্ঘদিন দেখাননি তাঁরা। অবশেষে রবিবার মেয়ের প্রথম ছবি শেয়ার করলেন। যা দেখে আনন্দে ভাসছে বলিপাড়া।
advertisement
9/9
এদিন আলি ফজল একটি ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে। তোয়ালে মোড়া একরত্তির পায়ের ছবি পোস্ট করে অভিনেতা লেখেন, 'আমরা সত্যিই আশীর্বাদধন্য। আমাদের ছোট্ট মেয়েটা আমাদের সারাক্ষণ ব্যস্ত করে রেখেছে। তাই আপনাদের সবাইকে ধন্যবাদ।'