TRENDING:

ছোলে ভাটুরে-নটরাজের চাট-ককটেল! রিচা-আলির বিয়েতে অদ্ভুত সব খাবার

Last Updated:
শুক্রবার ছিল মেহন্দি। শনিবার হল সঙ্গীত। ৬ অক্টোবর বিয়ে করবেন আলি ফজল এবং রিচা চাড্ডা।
advertisement
1/10
ছোলে ভাটুরে-নটরাজের চাট-ককটেল! রিচা-আলির বিয়েতে অদ্ভুত সব খাবার
দীর্ঘ দিনের সম্পর্ক। এক ছাদের নীচেই থেকেছেন দু'জন। এ বার চার হাত এক হওয়ার পালা। আর কয়েক দিন পরেই বিয়ে করছেন আলি ফজল এবং রিচা চাড্ডা।
advertisement
2/10
বলিউডের তারকা-জুটির প্রাক-বিবাহ অনুষ্ঠানও কিন্তু দেখার মতো। শুক্রবার ছিল মেহন্দি। শনিবার হল সঙ্গীত। ৬ অক্টোবর বিয়ে করবেন তাঁরা।
advertisement
3/10
সেপ্টেম্বরের শেষ থেকেই শুরু হয়েছে বিয়ের সেলিব্রেশন, চলবে অক্টোবর শুরু পর্যন্ত। দিল্লির রাজকীয় ঐতিহ্য দুর্গে তিন দিনের প্রাক-বিবাহ অনুষ্ঠান হতে চলেছে। তারপরই মুম্বইয়ের পাঁচতারা হোটেলে গাটছড়া বাঁধবেন রিচা চাড্ডা ও আলি ফজল।
advertisement
4/10
কিন্তু এই গ্র্যান্ড ওয়েডিংয়ের মেনু কি, মানে এই বিয়েতে আমন্ত্রিত অতিথিদের পাতে কি স্পেশাল খাবার পড়তে চলেছে জানেন।
advertisement
5/10
সূত্রের খবর, রিচা চাড্ডা এবং আলি ফজলের বিয়েতে খাবারের মেনুতে থাকবে দিল্লির স্ট্রিট ফুড। হ্যাঁ, রিচা চাড্ডা এবং আলি ফজলের বিয়েতে এমনই চমকপ্রদ মেনু হতে চলেছে।
advertisement
6/10
অমৃতসরে জন্মগ্রহণ এবং দিল্লিতে বড় হওয়া রিচার সঙ্গে দিল্লির নাড়ির টান রয়েছে। এই কারণেই তাদের বিয়ের অনুষ্ঠানে দিল্লির খাবার বিশেষ ভাবে জায়গা পেয়েছে।
advertisement
7/10
সূত্রের খবর, রাজৌরি গার্ডেনের বিখ্যাত ছোলে ভাটুরে তাঁদের বিয়ের অনুষ্ঠানে জায়গা করে নিয়েছে। বিরাট কোহলিও রাজৌরি গার্ডেনের এই ছোলে ভাটুরের ভক্ত।
advertisement
8/10
দিল্লির সবচেয়ে বিখ্যাত দহি ভল্লে পাওয়া যায় চাঁদনি চকের রাস্তায়। নটরাজের চাটের দহি ভল্লেকেও বিয়ের অনুষ্ঠানের খাবারের মেনুতে স্থান দেওয়া হয়েছে। এখানকার চাট খুবই সুস্বাদু। সঙ্গে থাকবে ককটেল।
advertisement
9/10
এই অনুষ্ঠানে পরিবেশিত খাবারের ব্যবস্থা দিল্লির এক সংস্থা করছে। বিয়ের মেনু তৈরি করা হয়েছে রিচার প্রিয় দিল্লির খাবারের ওপর ভিত্তি করে।
advertisement
10/10
এ জন্য দিল্লির বিখ্যাত সব খাবারের জায়গা, প্রতিটি খাবার সেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বাংলা খবর/ছবি/বিনোদন/
ছোলে ভাটুরে-নটরাজের চাট-ককটেল! রিচা-আলির বিয়েতে অদ্ভুত সব খাবার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল