মহব্বঁত মুবারাক 'রিআলি', রিচা চাড্ডা-আলি ফজলের বিয়ের অনুষ্ঠান শুরু
- Published by:Raima Chakraborty
Last Updated:
দীর্ঘ দিন প্রেমপর্ব চালিয়ে এবার এক সঙ্গে সংসার করবেন তাঁরা। শনিবার বিয়ের প্রাক-পর্বের সঙ্গীত অনুষ্ঠান হল দিল্লিতে। তারই ছবি শেয়ার করেছেন রিচা চাড্ডা।
advertisement
1/8

বিয়ে করতে চলেছেন বলিউডের নায়িকা রিচা চাড্ডা ও নায়ক আলি ফজল। দীর্ঘ দিন প্রেমপর্ব চালিয়ে এবার এক সঙ্গে সংসার করবেন তাঁরা। শনিবার বিয়ের প্রাক-পর্বের সঙ্গীত অনুষ্ঠান হল দিল্লিতে। তারই ছবি শেয়ার করেছেন রিচা চাড্ডা।
advertisement
2/8
হাল্কা গোলাপির আভা দেওয়া পোশাক পরেছেন তারকা জুটি।
advertisement
3/8
ফুকরে ছবি থেকেই প্রথম ভাল লাগা ও প্রেমপর্বের শুরু রিচা ও আলির।
advertisement
4/8
আরও ২ বছর আগেই বিয়ে করতেন তাঁরা।
advertisement
5/8
তবে করোনাভাইরাসের অতিমারির কারণেই বিয়ে পিছিয়ে গিয়েছে তাঁদের।
advertisement
6/8
দিল্লি ও মুম্বই দুই জায়গাতেই বিয়ের একাধিক অনুষ্ঠান করবেন আলি ফজল ও রিচা চাড্ডা।
advertisement
7/8
তাঁদের দু'জনের নামের মিশ্রণ তৈরি হয়েছে 'রিআলি'। রিচাও সেই নাম হ্যাশট্যাগে ব্যবহার করেছেন। লিখেছেন, 'মহব্বঁত মুবারাক'।
advertisement
8/8
মুম্বইতে ইন্ডাস্ট্রির বন্ধুদের বিশাল পার্টি দেবেন রিচা ও আলি।