TRENDING:

Rekha Love Story: বাবা-ছেলের সঙ্গে প্রেম! জুটেছিল ডাইনি অপবাদ! অমিতাভ নয়, তবে কার নামে সিঁদুর পরেন রেখা? জানুন

Last Updated:
Rekha Love Story: রেখা কেন সিঁদুর পরেন? কার নামে? অমিতাভ নয়! তবে কী জানা গেল আসল সত্যি? জানুন
advertisement
1/8
বাবা ও ছেলের সঙ্গে প্রেম! ডাইনি অপবাদ! অমিতাভ নয়, তবে কার জন্য সিঁদুর পরেন রেখা?
রেখা! বলিউডের সব থেকে রহস্যময়ী নায়িকা! রেখার অভিনয় জীবন যতটা চর্চিত তার থেকে কয়েকগুণ বেশি চর্চিত তাঁর ব্যক্তিগত জীবন! আজও রেখাকে নিয়ে রহস্যের শেষ নেই! অমিতাভ বচ্চন থেকে সঞ্জয় দত্ত বহু অভিনেতার নাম জড়িয়েছে তাঁর সঙ্গে! রেখা কাকে বিয়ে করেছেন? কেন সিঁদুর পরেন? রেখা কী আসলে বিষ কন্যা? এমন অনেক কিছু নিয়ে প্রশ্ন করতে শোনা যায়! photo source collected
advertisement
2/8
সত্যিই রহস্যে মোড়া রেখার জীবন! এমন সুন্দরী আর কে আছে! রেখা যখন অভিনয় করতে শুরু করেছিলেন সে সময় থেকেই সকলের নজরে পড়ে যান! রেখার সঙ্গে সঞ্জয় দত্তের প্রেম কাহিনির কথা নিশ্চয় শুনে থাকবেন! photo source collected
advertisement
3/8
১৯৮৪ সালে সঞ্জয়ের সঙ্গে ‘জমিন আসমান’ ছবিতে অভিনয় করেন রেখা। ছবির শ্যুটিংয়ের সময় থেকেই তাঁরা একে অপরের ঘনিষ্ঠ হতে শুরু করেছিলেন। যা একেবারেই ভাল চোখে দেখেননি সঞ্জয় দত্তের মা নার্গিস ও বাবা সুনীল দত্ত! photo source collected
advertisement
4/8
শোনা যায় তাঁরা নাকি পালিয়ে বিয়েও করেছিলেন। রেখার সিঁদুর পরা নিয়ে যে সমস্ত গুঞ্জন শোনা যায় তার মধ্যে অন্যতম হল, রেখা নাকি অমিতাভ বচ্চনের জন্য সিঁদুর পরেন। কিন্তু এক সময় সিঁদুরের নেপথ্যে সঞ্জয়ের নামও উঠে আসতে শুরু করেছিল। তবে এর উত্তর মেলেনি আজও! photo source collected
advertisement
5/8
তবে সঞ্জয়ের সঙ্গে নাম জড়ানোর পর তাঁর বাবা সুনীল ছেলের থেকে দূরে থাকার জন্য সতর্ক করেছিলেন রেখাকে। রেখার বাড়ি গিয়ে তিনি সঞ্জয়ের থেকে দূরত্ব বজায় রাখতে বলেছিলেন। তার পর অবশ্য সঞ্জয় এবং রেখা দু’জনেই সংবাদমাধ্যমের সামনে নিজেদের সম্পর্কের কথা অস্বীকার করেছিলেন। তবে মজার বিষয় হল শুধু ছেলের নাম নয়, রেখার সঙ্গে জড়িয়ে ছিল সঞ্জয় দত্তের নামও! photo source collected
advertisement
6/8
সুনীলের সঙ্গে কয়েকটি ছবিতে কাজ করার পরই রেখার নাম জড়াতে শুরু করে তাঁর সঙ্গে। ইন্ডাস্ট্রিতে তাঁদের দু’জনের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। যা নার্গিসের কানেও পৌঁছয়। photo source collected
advertisement
7/8
রেখার বয়স তখন মাত্র ২২ বছর। নার্গিস সংবাদমাধ্যমের সামনেই রেখার প্রসঙ্গ টেনে অত্যন্ত অপমানজনক কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, রেখার মানসিক চিকিৎসার প্রয়োজন! সহজেই নাকি রেখাকে পাওয়া যায়! এমনকি শোনা যায় তাঁকে 'ডাইনি' পর্যন্ত বলে ছিলেন নার্গিস! photo source collected
advertisement
8/8
যদিও রেখা এই দুই প্রেম বা সম্পর্ক নিয়ে কখনও কোনও মন্তব্য করেননি! সঞ্জয় দত্তের থেকে মাত্র ৫ বছরের বড় রেখা! বাবা ও ছেলে দু'জনের সঙ্গেই রেখার নাম জড়িয়ে ছিল! এক সময় এই নিয়ে অনেক জলঘোলা হয় বলিউডে! যদিও আজ সে সব অতীত!photo source collected
বাংলা খবর/ছবি/বিনোদন/
Rekha Love Story: বাবা-ছেলের সঙ্গে প্রেম! জুটেছিল ডাইনি অপবাদ! অমিতাভ নয়, তবে কার নামে সিঁদুর পরেন রেখা? জানুন
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল