Rani Mukerji-Rekha: মিসেস চ্যাটার্জি হয়ে প্রবল গর্জন! রানিকে 'বাংলার বাঘিনী' আখ্যা রেখার!
- Published by:Sanchari Kar
Last Updated:
Rani Mukerji-Rekha: পর্দায় রানির অভিনয় রেখার মন ছুঁয়ে গিয়েছে। সে কথা নিজেই জানালেন তিনি।
advertisement
1/7

মুক্তি পেল 'মিসেস চ্য়াটার্জি ভার্সেস নরওয়ে'। তবে পর্দায় আসার আগেই বিশেষ স্ক্রিনিংয়ে এই ছবি দেখলেন রেখা। আর তার পরেই রানি মুখোপাধ্য়ায়কে নিয়ে নতুন করে মুগ্ধ বর্ষীয়ান অভিনেত্রী।
advertisement
2/7
বাস্তবের ঘটনা অবলম্বনে তৈরি 'মিসেস চ্য়াটার্জি ভার্সেস নরওয়ে'। এক মায়ের যুদ্ধের আখ্য়ানকে ঘিরেই তৈরি হয়েছে ছবির গল্প। পর্দায় রানির অভিনয় রেখার মন ছুঁয়ে গিয়েছে। সে কথা নিজেই জানালেন তিনি।
advertisement
3/7
রেখা বলেন, "মিসেস চ্য়াটার্জি ভার্সেস নরওয়ে' একই সঙ্গে মন ভাঙে আর অনুপ্রাণিতও করে। ছবিটা শুরু হতেই আমি উত্তেজিত হয়ে পড়ি।"
advertisement
4/7
এখানেই থামেননি রেখা। রানীর ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, "বাংলা বাঘিনীর দারুণ পারফর্ম্য়ান্স দেখলাম। নিজের সন্তানের জন্য় একজন মহিলা কতটা ত্য়াগ করতে পারেন, সেটা পর্দায় দেখে ভাল লাগল।"
advertisement
5/7
শুধু রানিকেই নয়, ছবির প্রত্য়েক অভিনেতা এবং কলাকুশলীদের শুভেচ্ছা জানিয়েছেন রেখা। অভিনেত্রী মনে করেন, এই ছবি বারবার দেখা যায়।
advertisement
6/7
রানি মুখোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্যের ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’-র ঘটনা আসলে এক বাঙালি মায়ের জীবনকাহিনি থেকে উদ্বুদ্ধ। বিরাটির সাগরিকা চট্টোপাধ্যায়।
advertisement
7/7
অনুরূপ এবং সাগরিকা নরওয়েতে থাকতেন। তাঁদের দুই সন্তান ছিল। ২০১১ সালে তিন বছরের ছেলে অভিজ্ঞান এবং এক বছরের মেয়ে ঐশ্বর্যকে এভাবেই কেড়ে নিয়েছিল নরওয়ে প্রশাসন। দাবি করেছিল, তাঁদের সন্তান পালনের পদ্ধতি সঠিক নয়। এর পরেই শুরু হয় তাঁদের সন্তানকে ফিরে পাওয়ার লড়াই। সেই গল্পই পর্দায় ফুটিয়ে তোলেন পরিচালক অসীমা ছিব্বর।