নানা পাটেকর থেকে শুরু করে মহম্মদ আলি শাহ, এই ৫ বলিউড তারকা এক সময় ছিলেন ভারতীয় সেনাবাহিনীর অংশ, জানেন কি?
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Real-life soldiers who became Bollywood celebrities: একের পর এক বলিউডি ছবিতে দাপটের সঙ্গে অভিনয় করে গিয়েছেন কিছু অভিনেতা। অথচ তাঁরা এক সময় ভারতীয় সেনাবাহিনীতে কর্তব্যরত ছিলেন। এমনকী, কেউ কেউ সশস্ত্র বাহিনীতে ছিলেন, কেউ বা আবার কার্গিল যুদ্ধেও অংশগ্রহণ করেছিলেন। তবে সেনাবাহিনীর কর্তব্য সেরে রুপোলি পর্দায় পা দিয়ে নিজেদের দক্ষতা এবং প্রতিভার পরিচয় দিয়েছেন এই তারকারা।
advertisement
1/6

একের পর এক বলিউডি ছবিতে দাপটের সঙ্গে অভিনয় করে গিয়েছেন কিছু অভিনেতা। অথচ তাঁরা এক সময় ভারতীয় সেনাবাহিনীতে কর্তব্যরত ছিলেন। এমনকী কেউ কেউ সশস্ত্র বাহিনীতে ছিলেন, কেউ বা আবার কার্গিল যুদ্ধেও অংশগ্রহণ করেছিলেন। তবে সেনাবাহিনীর কর্তব্য সেরে রুপোলি পর্দায় পা দিয়ে নিজেদের দক্ষতা এবং প্রতিভার পরিচয় দিয়েছেন এই তারকারা। অনেকেই হয়তো এঁদের কথা জানেন না। আজকের প্রতিবেদনে সেই সেনাকর্মী তথা অভিনেতাদের কথা জেনে নেওয়া যাক।
advertisement
2/6
নানা পাটেকর: বি-টাউনের সবথেকে দক্ষ এবং বহুমুখী প্রতিভার অধিকারী অভিনেতা হলেন নানা পাটেকর। তবে অনেকেই হয়তো জানেন না যে, ভারতীয় সেনাবাহিনীতে দায়িত্ব পালন করেছেন তিনি। টেরিটোরিয়াল আর্মিতে ‘হনরারি ক্যাপ্টেন’ হিসেবে নিযুক্ত ছিলেন। এমনকী কার্গিল যুদ্ধেও অংশগ্রহণ করেছিলেন। ফলে বড় পর্দায় কোনও জওয়ানের চরিত্রে প্রাণ ঢেলে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। এমনকী কাজে লাগিয়েছেন নিজের বাস্তব-জীবনে সেনাবাহিনীতে থাকার অভিজ্ঞতাও।
advertisement
3/6
অচ্যুত পোতদার: বি-টাউনে বরাবরই জ্ঞানী এবং মর্যাদাপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যায় অচ্যুত পোতদারকে। তবে তিনিও একসময় ভারতীয় সেনাবাহিনীতে কাজ করেছেন। পড়াশোনা শেষ করে যোগ দিয়েছিলেন ভারতীয় সেনাবাহিনীতে। এরপরে রুপোলি দুনিয়ায় সফল কেরিয়ার গড়তে সক্ষম হয়েছিলেন। সেনা হিসেবে কাজের অভিজ্ঞতার কারণেই যে কোনও চরিত্রকে গভীর ভাবে ফুটিয়ে তুলতে পারেন তিনি।
advertisement
4/6
বিক্রমজিৎ কানওয়ারপাল: ফিল্ম এবং টেলিভিশনের দুনিয়ায় বেশ পরিচিত মুখ বিক্রমজিৎ কানওয়ারপাল। তিনিও কাজ করেছেন ভারতীয় সেনাবাহিনীতে। ১৯৮৯ সালে মেজর হিসেবে অবসরগ্রহণ করেছিলেন তিনি। এরপরে ফুল-টাইমের জন্য অভিনয়কেই কেরিয়ার হিসেবে বেছে নেন। আর নিজের নিয়মানুবর্তিতা এবং কর্তব্যপরায়ণতার কারণে রুপোলি পর্দার প্রত্যেকটি চরিত্রই খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলতে পেরেছিলেন এই অভিনেতা।
advertisement
5/6
গুফি পেইন্টাল: কিংবদন্তি টিভি শো ‘মহাভারত’-এ শকুনি মামার চরিত্র ফুটিয়ে তুলেছিলেন গুফি পেইন্টাল। তিনিও ভারতীয় সেনাবাহিনীতে দায়িত্ব পালন করেছেন। তিনি একেবারে সশস্ত্র বাহিনীর অংশ ছিলেন। চিনের সীমান্তের কাছে মোতায়েন ছিলেন তিনি। আর অভিনেতার সেই কর্তব্যনিষ্ঠতাই তাঁর অভিনয়ে বরাবরই প্রকাশ পেয়েছে।
advertisement
6/6
মহম্মদ আলি শাহ: নিজের বাবা এবং কাকার পদচিহ্ন অনুসরণ করে ভারতীয় সেনাবাহিনীর মেজর হিসেবে দায়িত্ব পালন করেছেন মহম্মদ আলি শাহ। অসম রাইফেলসেও একটা সময় তাঁর পোস্টিং ছিল। সেনাবাহিনীতে কর্তব্য শেষ করে অভিনয় দুনিয়ায় পদার্পণ করেছিলেন। ‘হায়দর’ এবং ‘এজেন্ট বিনোদ’-এর মতো ছবিতে দারুণ অভিনয় করেছেন তিনি।