আর দেরি নেই, আসছে রানু মণ্ডলের বায়োপিক! দেখে নিন ফার্স্ট লুক
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Ranu Mondal Biopic: কেন রাণু মণ্ডলকে আশ্রয় নিতে হয়েছিল রাণাঘাট স্টেশনে! সে কথাও থাকবে বায়োপিকে!
advertisement
1/6

আর দেরি নেই। রাণু মণ্ডলের বায়োপিক আসছে। ‘এক প্যায়ার কা নগমা হ্যায়’ নাম হবে সেই বায়োপিক-এর। ফার্স্ট লুক এবার প্রকাশ্যে।
advertisement
2/6
একটা সময় গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিলেন রাণু মণ্ডল। রাণাঘাট স্টেশন থেকে পাড়ি দিয়েছিলেন মুম্বই। এবার তাঁরই বায়োপিক মুক্তির অপেক্ষায়।
advertisement
3/6
বায়োপিকে ‘সেক্রেড গেমস’-খ্যাত অভিনেত্রী ঈশিকা দে অভিনয় করবেন রাণু মণ্ডলের ভূমিকায়। রাণু মণ্ডলের জীবনের বিভিন্ন সময় উঠে আসবে সেই বায়োপিকে। তাঁর যৌবনের সময়, গায়িকা হয়ে ওঠা, উত্থান-পতন সবই থাকবে।
advertisement
4/6
কেন রাণু মণ্ডলকে একটা সময় রাণাঘাট স্টেশনে আশ্রয় নিতে হয়েছিল, সেই ঘটনাও থাকবে বায়োপিকে। জানা যাচ্ছে এমনটাই। হিমেশ রেশমিয়ার সঙ্গে কাজের প্রসঙ্গও থাকবে।
advertisement
5/6
হিমেশ রেশমিয়ার সঙ্গে ‘তেরি মেরি কাহানি’ গানে গেয়েছিলেন রাণু মণ্ডল। তবে তাতেও তাঁর জীবনে বড় কোনও পরিবর্তন আসেনি। অভাব-অনটন ছিল নিত্যসঙ্গী। কিছু ইউ টিউবারের উৎপাতে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন রাণু মণ্ডল। একটা সময় তিনি বলেই ফেলেছিলেন, এত লোক আসে আমার কাছে। কেই, কেউ তো খেতে দেয় না।
advertisement
6/6
প্রথমে শোনা গিয়েছিল, রাণু মণ্ডলের বায়োপিকের নাম হবে ‘মিস রানু মারিয়া’। তবে শেষমেশ নাম হল ‘এক প্যায়ার কা নগমা হ্যায়’। এই বায়োপিক-এর চিত্রনাট্য লিখেছেন পরিচালক হৃষিকেশ মণ্ডল।