TRENDING:

Ranojoy Bishnu: শরীর জুড়ে আঁচড়ের দাগ! বন্ধ ঘর লন্ডভন্ড! ফ্ল্যাটে ঘুরে বেড়াচ্ছে 'অশরীরী'? কী বলছেন রণজয়

Last Updated:
Ranojoy Bishnu: নেটমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন রণজয়। সেখানে দেখা যাচ্ছে, তাঁর ঘরের লন্ডভন্ড হয়ে রয়েছে। মেঝে জুড়ে কাচের টুকরো, গাছের টব ভেঙে মেঝে ভর্তি মাটি ছড়ানো।
advertisement
1/5
শরীর জুড়ে আঁচড়ের দাগ! বন্ধ ঘর লন্ডভন্ড! ফ্ল্যাটে ঘুরে বেড়াচ্ছে 'অশরীরী'? কী বলছেন রণজয়
বাইপাস সংলগ্ন এলাকায় বিলাসবহুল আবাসনের ২৪ তলায় থাকেন অভিনেতা রণজয় বিষ্ণু। নিরাপত্তার জন্য ৩৬০ ডিগ্রী ঘূর্ণমান সিসিটিভি ক্যামেরার নজরদারি থাকে সব সময়। কিন্তু তার মাঝেও অভিনেতার ফ্ল্যাটে যা ঘটে গেল, তার কোনও ব্যাখ্যা তিনি পাচ্ছেন না।
advertisement
2/5
সম্প্রতি নেটমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন রণজয়। সেখানে দেখা যাচ্ছে, তাঁর ঘরের লন্ডভন্ড হয়ে রয়েছে। মেঝে জুড়ে কাচের টুকরো, গাছের টব ভেঙে মেঝে ভর্তি মাটি ছড়ানো।
advertisement
3/5
সেই ভিডিও দিয়ে রণজয় লেখেন, 'কী হচ্ছে কেন হচ্ছে ??? কোনও ক্লু নেই ... ঘরের দরজা-জানলা বন্ধ থাকলে ,হাওয়া ঢোকার কোন সম্ভাবনা নেই কিন্তু তারপরেও ঘটনাগুলো এমন ঘটছে যেন দমকা হাওয়ায় সবটা উড়িয়ে নিয়ে গেছে.... অদ্ভুত ... কেন হচ্ছে যেহেতু জানিনা তাই এর কোন প্রতিকারের উপায় ও আমার জানা নেই....'
advertisement
4/5
এই প্রথম নয়, অতীতেও নাকি বাড়িতে অতিলৌকিকের আভাস পেয়েছেন রণজয়। গায়ে আঁচড়ের দাগও এসেছে নজরে। অথচ কেন, কখন হল? সেই উত্তর পাননি অভিনেতা। তবে অতিলৌকিকের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দিতে পারছেন না তিনি।
advertisement
5/5
রণজয় আরও বলেন, "গত প্রায় ৩-৪ মাস ধরে হচ্ছে। এরকম বহুবার হয়ে রয়েছে যে ঘুম থেকে উঠে দেখলাম যে হাতে স্ক্র্যাচ হয়ে রয়েছে, বা কোথাও আঁচড়ের দাগ। এর কারণ বা প্রতিকার আমার জানা নেই।"
বাংলা খবর/ছবি/বিনোদন/
Ranojoy Bishnu: শরীর জুড়ে আঁচড়ের দাগ! বন্ধ ঘর লন্ডভন্ড! ফ্ল্যাটে ঘুরে বেড়াচ্ছে 'অশরীরী'? কী বলছেন রণজয়
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল