Randeep Hooda: বলিউডে বিয়ের সানাই! বিয়ের পিঁড়িতে বসছেন রণদীপ, পাত্রীটি কে জানেন
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Ranveer Hooda: বলিউডে ফের বিয়ের সানাই। জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন রণদীপ হুডা। মুম্বইয়ের এক সংবাদমাধ্যম সূত্রে খবর, দীর্ঘ দিনের প্রেমিকা লীন লৈশ্রমকে বিয়ে করতে চলেছেন অভিনেতা।
advertisement
1/5

বলিউডে ফের বিয়ের সানাই। জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন রণদীপ হুডা। মুম্বইয়ের এক সংবাদমাধ্যম সূত্রে খবর, দীর্ঘ দিনের প্রেমিকা লীন লৈশ্রমকে বিয়ে করতে চলেছেন অভিনেতা।
advertisement
2/5
রণদীপের ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, মুম্বইয়ে হবে না রণদীপের বিয়ের অনুষ্ঠান। শুধুমাত্র পরিবার-পরিজন এবং কাছের মানুষরাই সাক্ষী থাকবেন তাঁদের বিশেষ দিনের।
advertisement
3/5
ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতেই ভালবাসেন রণদীপ। তাই ধুমধাম না করে ছিমছাম ভাবে বিয়ে করার সিদ্ধান্ত অভিনেতার।
advertisement
4/5
২০২১ সালে লীনের সঙ্গে সম্পর্কের গুঞ্জনে শিলমোহর বসিয়েছিলেন রণদীপ। তবে বিয়ে নিয়ে এখনই কোনও মন্তব্য করেননি অভিনেতা। অনেকেই বলছেন, বিয়ে সেরে সুখবর জানাবেন তিনি।
advertisement
5/5
রণদীপকে শীঘ্রই 'স্বতন্ত্র বীর সাভারকার'-এ দেখা যাবে। বিনায়ক দামোদর সাভারকরের আত্মজীবনীতেই পরিচালক হিসেবে তাঁর আত্মপ্রকাশ।