Randeep Hooda Wedding: বিয়ে করছেন রণদীপ হুডা! নতুন অধ্যায় শুরুর আগে চেয়ে নিলেন আশীর্বাদ, শুভ দিনটি কবে
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Randeep Hooda Wedding: ইনস্টাগ্রামে একটি বিবৃতি দিয়ে রণদীপ জানিয়েছেন, আগামী ২৯ নভেম্বর মণিপুরের ইম্ফলে বিয়ে করছেন রণদীপ। মুম্বইয়ে হবে রিসেপশনের পার্টি।
advertisement
1/5

গুঞ্জনে শিলমোহর বসল। বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রণদীপ হুডা। দীর্ঘ দিনের প্রেমিকা লীন লৈশ্রমের সঙ্গে সাতপাক ঘুরবেন তিনি।
advertisement
2/5
ইনস্টাগ্রামে একটি বিবৃতি দিয়ে রণদীপ জানিয়েছেন, আগামী ২৯ নভেম্বর মণিপুরের ইম্ফলে বিয়ে করছেন রণদীপ। মুম্বইয়ে হবে রিসেপশনের পার্টি।
advertisement
3/5
ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতেই ভালবাসেন রণদীপ। তাই ধুমধাম না করে ছিমছাম ভাবে বিয়ে করার সিদ্ধান্ত তাঁর।
advertisement
4/5
জীবনের নতুন অধ্যায়ের শুরুর জন্য সকলের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিয়েছেন রণবীর। তাঁদের বিশেষ দিনের সাক্ষী থাকবেন পরিবার-পরিজন এবং আত্মীয়রা।
advertisement
5/5
রণবীরের স্ত্রী লীন পেশায় একজন অভিনেতা এবং শিল্প উদ্যোক্তা। ২০২১ সালেই সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলেন তাঁরা। আপাতত নতুন সংসার সাজানোর অপেক্ষায় লীন এবং রণবীর