TRENDING:

নর্থ বম্বের দুর্গাপুজোয় গপ গপ করে পায়েস খেলেন রণবীর কাপুর, সঙ্গী রানি-কাজল-অয়ন-অনুরাগ! দেখুন

Last Updated:
এবার ৭৫ বছরে পা দিল নর্থ বম্বে সর্বজনীন দুর্গাপুজো সমিতির পুজো।
advertisement
1/6
দুর্গাপুজোয় গপ গপ করে পায়েস খেলেন রণবীর কাপুর, সঙ্গী রানি-কাজল-অয়ন-অনুরাগ! দেখুন
মুম্বইয়ের সবথেকে পুরনো এবং অভিজাত পুজোর মধ্যে অন্যতম মুখোপাধ্যায় বাড়ির পুজো। এবার ৭৫ বছরে পা দিল নর্থ বম্বে সর্বজনীন দুর্গাপুজো সমিতির পুজো। সেখানেই অষ্টমীর ভোগ খেতে দেখা গেল বলিউডের তারকাদের। রণবীর কাপুরও গপ গপ করে পায়েস খেলেন সেখানে।
advertisement
2/6
অমিতাভ-জয়া থেকে শুরু করে রণবীর-আলিয়া, অনুরাগ বসুদের মতো তারকারা মায়ের দর্শন করতে আসেন পুজোর কটা দিন। বর্তমানে এই পুজোর আয়োজন হয় অয়ন মুখোপাধ্যায়ের বাবা দেব মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে। যিনি কিনা সম্পর্কে কাজল ও রানি মুখোপাধ্যায়ের কাকা হন।
advertisement
3/6
অষ্টমীর অঞ্জলি ও ঢাকের তালে জমজমাট ছিল পুজো মণ্ডপ। এসি ঘরে বসে জমিয়ে ভোগ খান প্রায় ১০০০ মানুষ। এদিন বাপ্পী লাহিড়িকে শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠান হয়।
advertisement
4/6
এদিন পুজো প্রাঙ্গনে উপস্থিত ছিলেন রণবীর কাপুর, জয়া বচ্চন, মৌনি রায়, রানি মুখোপাধ্যায়, কাজল, অয়ন মুখোপাধ্যায়, সুমনা চক্রবর্তী, তানিশা মুখোপাধ্যায়, তনুজা, দেবু মুখোপাধ্যায়, শ্রাবণী মুখোপাধ্যায়রা।
advertisement
5/6
এছাড়াও ছিলেন অনুরাগ বসু, জান কুমার শানু। শিসমহলের থিমে তৈরি হয়েছে এবারের মণ্ডপ।
advertisement
6/6
২০২০ সালের পর করোনার কারণে ছোট করে হয় পুজো। এবার ১১ ফুট উঁচু ইকো-ফ্রেন্ডলি প্রতিমা তৈরি করা হয়েছে। চলছে গ্র্যান্ড সেলিব্রেশন।
বাংলা খবর/ছবি/বিনোদন/
নর্থ বম্বের দুর্গাপুজোয় গপ গপ করে পায়েস খেলেন রণবীর কাপুর, সঙ্গী রানি-কাজল-অয়ন-অনুরাগ! দেখুন
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল