Ranbir Alia Wedding : আলিয়ার বান্ধবীকে এভাবে চুমু খেলেন রণবীর! বিয়ের আসরেই বরের কাণ্ড দেখে কী বলছে নেটিজেন
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Ranbir Alia Wedding : আলিয়ার প্রিয় বান্ধবী তানিয়া সাহা গুপ্তা বিয়ের আসর থেকে বেশ কিছু ছবি শেয়ার করেছেন।
advertisement
1/6

গত বৃহস্পতিবার চারহাত এক হয়েছে রণবীর কাপুর ও আলিয়া ভাটের। কিন্তু সোশ্যাল মিডিয়া এখনও তাঁদের বিয়ে নিয়েই সরগরম। এখনও বিয়ের বেশ কিছু ছবি সোশ্যালে ভাইরাল।
advertisement
2/6
বিয়ের আসর বসেছিল মুম্বইয়ের পালি হিলসে রণবীরের বাড়ি বাস্তুতে। উপস্থিত ছিলেন ঘনিষ্ঠ বন্ধুরা ও আত্মীয়রা। আলিয়ার প্রিয় বান্ধবী তানিয়া সাহা গুপ্তা বিয়ের আসর থেকে বেশ কিছু ছবি শেয়ার করেছেন।
advertisement
3/6
একটি ছবিতে দেখা যাচ্ছে আলিয়া ও রণবীরের মাঝে দাঁড়িয়ে তানিয়াষ রণবীর তানিয়ার গালে চুম্বন করছেন। এই ছবি দেখে নেটিজেনরা তির্যক প্রশ্নও করেছেন। তাঁদের প্রশ্ন, বউয়ের বান্ধবীকে এভাবে চুম্বন করা যায়?
advertisement
4/6
অনেকেই আবার এই ফাঁকে রণবীরের ক্যাসানোভা ইমেজের প্রসঙ্গ টেনে এনেছেন। কেউ বলছেন, রণীবর বদলাননি। একই রকম আছেন।
advertisement
5/6
এই ছবিতে রণবীর ও আলিয়া দুজনকেই দেখা যাচ্ছে লাল পোশাকে। রণবীর আলিয়ার বিয়ের পোশাক নিয়েও আলোচনা হয়েছে বিস্তর।
advertisement
6/6
লাল লেহেঙ্গা নয়। বিয়েতে আলিয়া পরেছিলেন সাদা ও সোনালির কম্বিনেশনে সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা লেহেঙ্গা। ঘরোয়া পরিবেশ হলেও তাঁদের বিয়ের ছবিগুলিও স্বপ্নের মতোই।