Ranbir Alia Wedding: বিয়েতে মায়ের সঙ্গে চুটিয়ে নাচ! দিদিকে কোলে তুলে নিলেন রণবীর কাপুর!
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Ranbir Alia Wedding: রণ-আলির বিয়ের কিছু অদেখা ছবি সামনে এল! দেখে নিন
advertisement
1/5

রণবীর আলিয়ার বিয়ে। এই বিয়ের দিকেই নজর ছিল গোটা বলিউডে। ডেস্টিনেশন বিয়ে থেকে বেরিয়ে, একেবারে ঘরোয়াভাবেই নিয়ম মেনে বিয়ে করেছেন তাঁরা। photo source Instagram
advertisement
2/5
১৪-ই এপ্রিল ছিল তাঁদের বিয়ে। কড়াকড়ি থাকলেও, ভি-ক্যাট বা রণ-দীপের মতো কড়াকড়ি তাঁরা করেননি। বিয়ের দিন চুটিয়ে নেচেছেন রণবীর। সঙ্গে ছিলেন মা নীতু কাপুর। photo source Instagram
advertisement
3/5
দিদি হৃদ্ধিমাকে নাচতে নাচতে কোলে তুলে নেন রণবীর। photo source Instagram
advertisement
4/5
আবার মেহেন্দিতে আলিয়াকে নিয়ে মেতে ওঠেন রণবীর। দু'জনের পোশাকেই লালের ছোঁয়া। photo source Instagram
advertisement
5/5
নিজের হাতে মেহেন্দি দিয়ে আলিয়ার নাম লেখেন রণবীর কাপুর। এই সব ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন মা নীতু কাপুর। photo source Instagram