TRENDING:

Ranbir Alia Bengali Wedding: ফের কলকাতায় গাঁটছড়া বাঁধলেন রণবীর-আলিয়া! এবার বিয়ে বালিগঞ্জে নিপাট বাঙালি মতে!

Last Updated:
Ranbir Alia Wedding in Kolkata: রণবীর-আলিয়ার বিয়ের সাক্ষী কলকাতা
advertisement
1/8
ফের কলকাতায় গাঁটছড়া বাঁধলেন রণবীর-আলিয়া! এবার বিয়ে বালিগঞ্জে বাঙালি মতে
কলকাতায় বিয়ে হল রণবীর-আলিয়ার। অবাক হওয়ার মতোই খবর। কথা ছিল মুম্বইয়ের ‘বাস্তু’-তে গাঁটছড়া বাঁধবেন রণবীর আলিয়া। হিসাব মতো সঙ্গীত, মেহেন্দির আসরও ছিল মুম্বইতে। কিন্তু বিয়ে হল বালিগঞ্জের কৃষ্ণারাজ প্রাঙ্গণে। সঙ্গে ছিল পঞ্জাবী ভাংড়া ও টাপাটিনি। প্রিয় অভিনেতাদের বিয়ের আসরের সাক্ষী রইল রণবীর-আলিয়ার কলকাতার ফ্যানরা।
advertisement
2/8
বলিউডে এখন বড় খবর রণবীর-আলিয়ার বিয়ে। কয়েকদিন ধরেই এই মেগা ওয়েডিং নিয়ে সরগরম মুম্বই। ‘ব্রহ্মাস্ত্রে’র সেটে শুরু প্রেমপর্বের, পরিণতি পালিহিলের ‘বাস্তু’-তে। বি-টাউনের মোস্ট হ্যাপেনিং কাপল রণবীর-আলিয়া গাঁটছড়া বাঁধলেন ১৪ এপ্রিল।
advertisement
3/8
এ তো যে সে বিয়ে নয়। কাপুর পরিবারের বিয়ে বলে কথা। তাও আবার রণবীরের বিয়ে। ডেস্টিনেশন ওয়েডিং নয়, মুম্বইতেই বিয়ের আসর। তাই নিরাপত্তার ঘেরাটোপও বেশি। এই মেগা ওয়েডিংয়ের আর এক আসর বসেছিল খাস কলকাতার বুকে।
advertisement
4/8
ফুল ও আলোর মালায় সাজানো হয়েছিল মন্ডপ, ছিল রেজিস্ট্রির আয়োজনও। পূর্বপুরুষদের শ্রদ্ধা জানাতে ছিল বিশেষ পুজোর ব্যবস্থা। নবদম্পতির বিবাহিত জীবনের সাফল্যের কামনায় বিশেষ যজ্ঞের আয়োজনও ছিল। মণ্ডপে ছবি ছিল ঋষি কাপুর, রাজ কাপুরের।
advertisement
5/8
বিয়ের লগ্ন তিনটে থেকে চারটে। শঙ্খ ও উলুধ্বনির মধ্যে রিকশায় করে বর বউয়ের এসে বসলেন মণ্ডপে। শঙ্খ বাজালেন ক্যাটরিনা ও দীপিকা।
advertisement
6/8
কনের জন্য রণবীরের বাড়ি থেকে বিয়ের তত্ত্ব এসেছিল। শাড়ি, প্রসাধন সামগ্রী, বিয়েতে আমন্ত্রিতদের জন্য রিটার্ন গিফটেরও ব্যবস্থা ছিল। নিয়ম-নীতি আচার মেনেই সম্পন্ন হল বিয়ের অনুষ্ঠান। এই অভিনব বিয়ের উদ্যোগে ছিল টিউটোপিয়া লার্নিং ও ২১ পল্লী দুর্গোৎসব কমিটির।
advertisement
7/8
এই মেগা বিয়ের সাক্ষী ছিল ‘বেলাশুরু’ পরিবারও। মুম্বইয়ে আলিয়া রণবীরের বিয়ের মতো এই মুহূর্তে কলকাতার বড় খবর আগামী ২০ মে মুক্তি পেতে চলেছে ‘বেলাশুরু’ সিনেমা। সৌমিত্র চট্টোপাধ্যায় ও স্বাতীলেখা সেনগুপ্ত জুটির শেষ চলচ্চিত্র।
advertisement
8/8
এই সিনেমার গান টাপাটিনি রিলিজের পর থেকেই সুপারহিট। ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। সেলিব্রিটি থেকে আমজনতা সবাই এখন ব্যস্ত টাপাটিনির গানের সঙ্গে নাচের রিল করতে। রণবীর -আলিয়ার বিয়ের মঞ্চ থেকে আগাম শুভেচ্ছা জানানো হল ‘বেলাশুরু’র টিমকে।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Ranbir Alia Bengali Wedding: ফের কলকাতায় গাঁটছড়া বাঁধলেন রণবীর-আলিয়া! এবার বিয়ে বালিগঞ্জে নিপাট বাঙালি মতে!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল