রাজেশ খান্নার নায়িকা, একসময় বাড়ি ভাড়ার টাকাও ছিল না, এখন ২৭০০ কোটি টাকার মালিক হয়েও বাড়িতে এই কাজ করান
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
একটি সাক্ষাৎকারে সোহা বলেছিলেন, পতৌদি প্রাসাদে রঙ করার সময় পেইন্টের বদলে পুট্টি করান শর্মিলা। কারণ এতে খরচা কম হয়। তাছাড়া বাড়িতে দীর্ঘদিন নতুন কিছু কেনাও হয়নি।
advertisement
1/6

ষাটের দশকে রূপালি পর্দা মাতিয়ে রেখেছিলেন শর্মিলা ঠাকুর। বাংলা-হিন্দি সর্বত্রই তখন তাঁর জয়জয়কার। জিতেন্দ্র, ধর্মেন্দ্র, রাজেশ খান্নার মতো সুপারস্টারদের সঙ্গে কাজ করেছেন। উপহার দিয়েছেন একাধিক ব্লকবাস্টার ছবি। কিন্তু একসময় শর্মিলার আর্থিক অবস্থা ভাল ছিল না মোটেই। বাড়ি ভাড়ার টাকা জোগাড় করতে হিমশিম খেতেন। আজ তিনি ২৭০০ কোটি টাকার মালকিন।
advertisement
2/6
বড় বড় চোখ, ছিপছিপে চেহারা আর বলিষ্ঠ অভিনয়। শর্মিলা ঠাকুরের নাম করলে এই গুণগুলোর কথাই সবার আগে মাথায় আসে। কেরিয়ারে এমন সব সিনেমায় অভিনয় করেছেন, যা বক্স অফিস কাঁপিয়ে দিয়েছিল। তাঁর সৌন্দর্যের প্রেমেও পড়েছেন অনেকেই। বলিউড অভিনেতা থেকে শুরু করে ক্রিকেটার, তালিকা অনেক লম্বা।
advertisement
3/6
শর্মিলা ঠাকুরের বয়স হয়েছে। চেহারায় বার্ধক্যের ছাপ স্পষ্ট। কিন্তু তাঁর রূপের ছটা আজও যেন অমলিন। চলচ্চিত্রপ্রেমীরা বলেন, এই বয়সেও শর্মিলা অত্যন্ত সুন্দরী। তবে বয়স বাড়লেও অভিনয়ে ছেদ পড়েনি। ইদানীং ওটিটি-তেও কাজ করছেন। সম্প্রতি ‘গুলমোহর’ ছবির প্রচারের সময় শর্মিলা বলেছিলেন, বাড়ি ভাড়া জোগাড়ের জন্যই সিনেমায় নামতে বাধ্য হয়েছিলেন তিনি।
advertisement
4/6
মাত্র ১৩ বছর বয়সে অভিনয় জগতে পা রাখেন শর্মিলা। ‘অমর প্রেম’ ‘ছোটি বহু’, ‘সফর’, আরাধনা’, ‘অনুপমা’, ‘অ্যান ইভিনিং ইন প্যারিস’-সহ একাধিক ছবিতে নজর কেড়েছেন তিনি। প্রমাণ দিয়েছেন নিজের অভিনয় দক্ষতার। তাঁর হিট এবং ব্লকবাস্টার ছবির সংখ্যা নেহাত কম নয়। তবে ইতিহাস সৃষ্টি করেছিল রাজেশ খান্নার সঙ্গে তাঁর ‘আরাধনা’। সিনেমাহলে টানা পঞ্চাশ সপ্তাহ চলেছিল এই ছবি।
advertisement
5/6
যত দিন গড়িয়েছে, শর্মিলার জনপ্রিয়তাও তত বেড়েছে। একটা সময় তিনি ছিলেন ইন্ডাস্ট্রির সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন। তাঁর ফ্যাশন স্টাইল নিয়েও চর্চা হত ব্যাপক। ওই সময়ের সবচেয়ে গ্ল্যামারাস অভিনেত্রী ধরা হত তাঁকে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, শর্মিলা ঠাকুর বর্তমানে ২৭০০ কোটি টাকার মালিক।
advertisement
6/6
বলিউডে মিতব্যয়িতার জন্য পরিচিত ছিলেন সঞ্জীব কুমার। দু’হাতে টাকা রোজগার করলেও খরচা করতে চাইতেন না মোটে। এই ক্ষেত্রে তাঁর বিশেষ নামডাক ছিল। এখন এই তালিকায় যুক্ত হয়েছে শর্মিলা ঠাকুরের নামও। এ কথা জানিয়েছেন শর্মিলার মেয়ে তথা অভিনেত্রি সোহা আলি খান নিজেই। একটি সাক্ষাৎকারে সোহা বলেছিলেন, পতৌদি প্রাসাদে রঙ করার সময় পেইন্টের বদলে পুট্টি করান শর্মিলা। কারণ এতে খরচা কম হয়। তাছাড়া বাড়িতে দীর্ঘদিন নতুন কিছু কেনাও হয়নি। তবে পতৌদি প্রাসাদের স্থাপত্য এবং খোদাইয়ের কাজ অত্যন্ত সুন্দর। সেই জন্যই বোধহয় শর্মিলার মনে হয়েছে, নতুন কিছু না কিনলেও চলে।