Raja-Madhubani: ফের মা হচ্ছেন মধুবনী? ৩ বছরের ছেলের পর আবারও রাজার ঘরে আলো? নায়িকার বেবি বাম্পের ছবি ভাইরাল!
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Raja-Madhubani: ২০২১ সালে মা হয়েছেন মধুবনী। সন্তানের জন্মের পর থেকে কাজ থেকে দীর্ঘ দিন দূরেই ছিলেন নায়িকা। তারপর ধীরে ধীরে ক্যামেরায় ফিরেছেন তিনি।
advertisement
1/7

রাজা আর মধুবনী গোস্বামী। টেলিভিশনের পর্দা থেকে সোশ্যাল মিডিয়ার পর্দা, এই তারকা দম্পতির জনপ্রিয়তা কখনওই ফিকে হয় না। এখন তো রাজা এবং মধুবনীর সঙ্গে জনপ্রিয়তায় টেক্কা দিচ্ছে তাঁদের একরত্তি ছেলে কেশবও।
advertisement
2/7
২০২১ সালে মা হয়েছেন মধুবনী। সন্তানের জন্মের পর থেকে কাজ থেকে দীর্ঘ দিন দূরেই ছিলেন নায়িকা। তারপর ধীরে ধীরে ক্যামেরায় ফিরেছেন তিনি।
advertisement
3/7
রাজা ও মধুবনীর ছেলে কেশব নেটিজেনদের খুব জনপ্রিয়৷ দীর্ঘ দিন কেশবের মুখ নেটিজেনদের কাছ থেকে আড়াল করে রেখেছিলেন মধুবনী৷ এখন অবশ্য কেশবের সম্পূর্ণ ছবি শেয়ার করেন তিনি৷
advertisement
4/7
এরই মাঝে হুট করে বেবি বাম্পের ছবি শেয়ার করেছেন মধুবনী। ছবির নীচে লেখা, ‘প্রেগনেন্ট’। তীর নীচে হার্ট সাইন, নমস্কার ইমোটিকন জুড়ে দিয়েছেন। তাতে জোর চর্চা। আবার মা হচ্ছেন নাকি নায়িকা?
advertisement
5/7
অনেকেই প্রশ্ন করেছেন, মধুবনী-রাজার কোলে কি ফের সন্তান আসতে চলেছে? কেউ কেউ সেখানেই উত্তর দিয়েছেন ‘না, এই ছবি উনি আগেও পোস্ট করেছেন।’
advertisement
6/7
মধুবনীর ইনস্টাগ্রাম অ্যালবামে চোখ রাখলেই দেখা যাবে, গত বছরও এই একই ছবি তিনি পোস্ট করেছিলেন। সেবারও নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠে তাঁর দ্বিতীয় বার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন।
advertisement
7/7
এবারও একই কাণ্ড ঘটল আবার। মধুবনী পুরনো ছবি দিয়ে নিজের বিশেষ দিনের স্মৃতিচারণ করতে গিয়ে ফের চর্চার কেন্দ্রে।