Raja-Madhubani: ১১ বছরের সম্পর্কের ইতি! জিতু নবনীতার পথে এবার রাজা-মধুবনী? ফেসবুক পোস্ট ঘিরে তুলকালাম
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
সম্প্রতি বিচ্ছেদের আগুনে পুড়ছে টলিপাড়া। জিতু কমল আর নবনীতা দাসের সম্পর্ক ভাঙনের খবরে মনখারাপ দর্শকদের।
advertisement
1/5

বাংলা টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় জুটি রাজা ও মধুবনীর আলাপ কাজের সূত্রেই ৷ ‘ভালবাসা ডট কম’ ধারাবাহিকে তাঁরা ছিলেন ওম এবং তোড়া৷ তুমুল জনপ্রিয় হয়েছিল তাঁদের জুটি ৷ এখনও অনেক দর্শক তাঁদের ওই নামেই চেনেন ৷ তারপর রাজা অনেক কাজ করলেও মধুবনী ব্য়স্ত সংসার নিয়েই।
advertisement
2/5
সন্তান কেশবকে নিয়েই এখন কাটে মধুবনীর সময়৷ তিনি আপাতত কাজের থেকে বিরতি নিয়েছেন৷ জানিয়েছেন যে কেশব কিছুটা বড় হওয়া পর্যন্ত তিনি কোনও কাজে হাত দেবেন না৷ তবে নিজস্ব ব্যবসা শুরু করেছেন মধুবনী৷ তাঁর বিউটি পার্লার রয়েছে৷ নিয়মিত পার্লারের বিষয় পোস্ট করেন অভিনেত্রী৷
advertisement
3/5
২০১০-এ প্রথম আলাপ রাজা-মধুবনীর ৷ তবে কাজের জায়গা ‘ভালবাসা ডট কম’ হলেও খুব সহজে প্রেমের সূত্রপাত হয়নি৷ সংবাদমাধ্যমে জানিয়েছেন, প্রথমে কিছুটা রেষারেষির সম্পর্কই ছিল৷ ধারাবাহিকের সেটেও একে অন্যকে এড়িয়ে চলতেন ৷ পরে গ্রামাঞ্চলে যাত্রা করতে গিয়ে বন্ধুত্ব গাঢ় হয় ৷ সেখান থেকেই প্রেম ৷ বিয়ে ২০১৭ সালে ৷ চলতি বছরে সংসারে এসেছে নতুন অতিথি ৷ একরত্তি ছেলেকে ঘিরে আবর্তিত হচ্ছে জনপ্রিয় জুটির পৃথিবী ৷ কিন্তু এত খুশির মাঝে আচমকা কেন বিচ্ছেদের ইঙ্গিত?
advertisement
4/5
দশ বছরের সম্পর্কের ইতি বলে পোস্ট দিয়েছিলেন ঠিকই তবে ভয় পাওয়ার কোনও কারণ নেই। প্রায় এক দশক আগে নিসানের একটি গাড়ি কিনেছিলেন রাজা গোস্বামী। সেটিতে অনেকদিন ঘুরেছেন তাঁরা।
advertisement
5/5
অনেক নস্টালজিয়া জড়িয়ে রয়েছে ওই গাড়ির সঙ্গে। তবে এবার গাড়িটি বিক্রি করে দিতে হয়েছে তাঁকে। সেই কারণেই এমন পোস্ট।