Raja and Madhubani : বিয়েতে না পরলেও ইস্মার্ট জোড়িতে রাজার মাথায় টোপর, ফের প্রোপোজ মধুবনীর
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Raja and Madhubani : বেশ কয়েক বছর ধরে টেলিভিশনে অভিনয় করা এই জুটি দর্শকদের কাছে খুবই জনপ্রিয়
advertisement
1/21

অভিনেতা জিতের সঞ্চালনায় রিয়্যালিটি শো ইস্মার্ট জোড়ি-তে অন্তরঙ্গ হয়ে ধরা দিচ্ছেন টেলিভিশনের জনপ্রিয় তারকারা। তাঁদের মধ্যে আছেন রাজা ও মধুবনী গোস্বামীও।
advertisement
2/21
বিয়ে তথা দাম্পত্যের নানা খুঁটিনাটি এই জুটি শেয়ার করলেন এই শো-এর মঞ্চে দাঁড়িয়ে।
advertisement
3/21
রাজা জানান তাঁর টোপর পরতে একদম ইচ্ছে করেনি বিয়ের সময়।
advertisement
4/21
রাজার কথায়, টোপরের দুপাশে ঝুলে থাকা শোলার কদমফুল তাঁর একদম ভাল লাগে না।
advertisement
5/21
ইস্মার্ট জোড়ি-তে কিন্তু তাঁকে টোপর পরতে হল। মিটিমিটি হেসে মধুবনীও দেখলেন শোলার কমদফুল-সহ টোপর পরলে রাজাকে কেমন দেখতে লাগে।
advertisement
6/21
বেশ কয়েক বছর ধরে টেলিভিশনে অভিনয় করা এই জুটি দর্শকদের কাছে খুবই জনপ্রিয়।
advertisement
7/21
বেশ কয়েক বছর ধরে টেলিভিশনে অভিনয় করা এই জুটি দর্শকদের কাছে খুবই জনপ্রিয়।
advertisement
8/21
সামাজিক মাধ্যমে তাঁদের পোস্ট ভেসে যায় অনুরাগীদের উচ্ছ্বাসে।
advertisement
9/21
ইস্মার্ট জোড়ির মঞ্চে নব বরবধূর বেশে রাজা ও মধুবনীকে দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা।
advertisement
10/21
শো-এ এসে মধুবনীও শেয়ার করলেন দাম্পত্যের টুকিটাকি
advertisement
11/21
জানালেন, তাঁদে ছেলে কেশব যখন ছোট, একবার তাঁর বেশ জ্বর এসেছিল।
advertisement
12/21
সে সময় অসুস্থ স্ত্রী মাথায় জলপট্টি দিয়েছিলেন রাজা।
advertisement
13/21
মধুবনীর কথায়, তাঁর মনে হয়েছিল সন্তানের জ্বর হলে মা যেভাবে সেবা শুশ্রূষা করেন, তাঁর স্বামীও তাঁকে সেভাবেই জলপটি দিয়ে দিচ্ছে।
advertisement
14/21
ধারাবাহিক ভালবাসা ডট কম-এ অভিনয় করার সময় আলাপ হয়েছিল রাজা ও মধুবনীর।
advertisement
15/21
ভালবাসা ডট কম ধারাবাহিকে তাঁদের অভিনীত ওম ও তোড়ার জুটি খুবই জনপ্রিয় হয়েছিল।
advertisement
16/21
তার পর একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন তাঁরা।
advertisement
17/21
কিন্তু এখনও অনেক দর্শকের কাছে তাঁরা ওম এবং তোড়াই।
advertisement
18/21
ছেলে কেশবের জন্মের পর কাজ থেকে নিজেকে দূরে রেখেছেন মধুবনী।
advertisement
19/21
অনেক দিন পর এই রিয়্যালিটি শো-এ ক্যামেরার সামনে এলেন মধুবনী।
advertisement
20/21
ইস্মার্ট জোড়ি-র সেটে রাজাকে আবার প্রোপোজও করেন মধুবনী
advertisement
21/21
ছেলেকে বড় করার পাশাপাশি নিজের বিউটি পার্লারও সামলাচ্ছেন মধুবনী।