Raj Kundra First Public Appearance After Porn Films Controversy: জেল থেকে বেরনোর পর রাজ কুন্দ্রার প্রথম ছবি, চেহারা পুরো বদলে গেল শিল্পা শেট্টির স্বামীর
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Raj Kundra Porn Case: জেল থেকে বেরিয়ে এ কেমন চেহারা হয়েছে শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার!
advertisement
1/6

শিল্পা শেট্টির (Shilpa Shetty) বর রাজ কুন্দ্রা (Raj Kundra) জেল থেকে বেরনোর পর মিডিয়ার ক্যামেরা থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন। কিন্তু এবার তাঁকে প্রকাশ্যে দেখা গেল।
advertisement
2/6
স্বামী রাজের সঙ্গে দেখা গেল শিল্পা শেট্টিকে। জুলাই মাসে পর্ন কাণ্ডে জড়িত থাকায় গ্রেফতার হয়েছিলেন রাজ কুন্দ্রা। সেপ্টেম্বর মাসে জামিন পান তিনি।
advertisement
3/6
শিল্পা ও রাজ এখন হিমাচলে রয়েছেন। সেখানে জ্বালাজী দেবী ও মা চামুণ্ডা দেবী মন্দিরে পুজো দিলেন তাঁরা।
advertisement
4/6
জেল থেকে বেরনোর পর রাজ কুন্দ্রাকে একবারও ক্যামেরার সামনে দেখা যায়নি। তাঁর ঘনিষ্ঠমহল জানিয়েছিল, রাজ একেবারে লো প্রোফাইল জীবন কাটাচ্ছেন। এই প্রথম শিল্পা ও রাজ ক্যামেরার সামনে এলেন একসঙ্গে।
advertisement
5/6
জেল থেকে বেরনোর পর রাজ কুন্দ্রার চেহারায় অনেক বদল হয়েছে। হতাশা যেন গ্রাস করেছে তাঁকে। আগের মতো ঝকঝকে জীবন আর নেই। সেসবের আঁচ পড়েছে তাঁর চোখে-মুখে।
advertisement
6/6
এদিন হিমাচলে একসঙ্গে পুজো দিলেন রাজ-শিল্পা। দুজনে হাত ধরে ক্যামেরার সামনে এলেন। শিল্পা নিজেও কিছু ছবি শেয়ার করেছিলেন। এর আগে বৈষ্ণু দেবী মন্দিরেও একা গিয়ে পুজো দিয়েছিলেন বলিউড অভিনেত্রী রাজ কুন্দ্রা।