Raj-Subhashree Jamaica Trip|| মাঝ সমুদ্রে কমলা বিকিনিতে জলকেলি, সাহসী ছবিতে ঝড় তুললেন শুভশ্রী, ভাইরাল ছবি...
- Published by:Shubhagata Dey
Last Updated:
Raj Chakraborty-Subhashree Ganguly Jamaica tour photos: ছুটি কাটাতে সপরিবারে ক্যারিবিয়ান দ্বীপে উড়ে গিয়েছেন টলিউডের সুপার হট দম্পতি পরিচালক রাজ চক্রবর্তী এবং অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সঙ্গে রয়েছেন ছোট্ট ইউভানও।
advertisement
1/13

*ছুটি কাটাতে সপরিবারে ক্যারিবিয়ান দ্বীপে উড়ে গিয়েছেন টলিউডের সুপার হট দম্পতি পরিচালক রাজ চক্রবর্তী এবং অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সঙ্গে রয়েছেন ছোট্ট ইউভানও।
advertisement
2/13
*জামাইকার নীল সমুদ্রের জলে ডুব দিয়ে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন রাজ-শুভশ্রী এবং ইউভান।
advertisement
3/13
*সমুদ্র সৈকতে ইউভানের সঙ্গে বালি-খেলায় মেতে মা শুভশ্রী।
advertisement
4/13
*মা-বাবার সঙ্গে দ্বিতীয়বার বিদেশ ভ্রমণে ছোট্ট ইউভান। বাবা-মা ক্যামেরায় পোজ দিলেও, সে অবশ্য খেলায় মত্ত।
advertisement
5/13
*জামাইকার নীল সমুদ্রে স্টার কিড ইউভান। আদুল গায়ে আদুরে ছবিটি পোস্ট করার প্রায় সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায়।
advertisement
6/13
*বিদেশ ভ্রমণে রাজ-শুভশ্রী। নিয়ন রঙা পোশাকে মোহময়ী নায়িকা, তার দিক থেকে চোখ ফেরানো দায়!
advertisement
7/13
*শুভশ্রীর গার্লস গ্যাং। সঙ্গে ইউভান।
advertisement
8/13
*রাজ-শুভশ্রীর আদরে সোহাগে মাখানো এই ছবি আপনাকে মুগ্ধ করবে।
advertisement
9/13
*বিদেশের মাটিতে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
advertisement
10/13
*পাউডার ব্লু ড্রেসে শুভশ্রী যেন স্নিগ্ধতার প্রতিরূপ।
advertisement
11/13
*মা শুভশ্রী কতটা ইউভানকে আগলে রাখে, তা আর কাউকে বলার অপেক্ষা রাখে না। ছেলে হওয়ার পর থেকে, মায়ের সব কিছুই ছেলেকে ঘিরে। সি-বিচেও তার অন্যথা হয়নি। সানবাথ নিচ্ছেন শুভশ্রী, সেই সময়ে ইউভান মায়ের বুকে মাথা রেখে ঘুমোচ্ছে নিশ্চিন্তে।
advertisement
12/13
*মা-ছেলের আদুরে মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন বাবা রাজ চক্রবর্তী।
advertisement
13/13
*মা-ছেলের মুহূর্ত ক্যামেরাবন্দি।