Yuvaan Chakraborty: খুদে ইউভান এখন বড় দাদা! রাজ-কন্যার প্রতি খুবই যত্নশীল, বোনের জন্য কী কী করছে
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Yuvaan Chakraborty: ইউভান চক্রবর্তী। তিন বছরের খুদে। গুটি গুটি পায়ে স্কুল যায়, কথা এখনও আধো আধো। কিন্তু তাতে কী! এখন সে বড় দাদা।
advertisement
1/5

ইউভান চক্রবর্তী। তিন বছরের খুদে। গুটি গুটি পায়ে স্কুল যায়, কথা এখনও আধো আধো। কিন্তু তাতে কী! এখন সে বড় দাদা।
advertisement
2/5
নভেম্বরে দ্বিতীয় বার মা-বাবা হয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং রাজ চক্রবর্তী। চক্রবর্তী পরিবারের কনিষ্ঠতম সদস্য এখন ইউভান নয়। তার বোন ইয়ালিনি।
advertisement
3/5
আপাতত বোনের সঙ্গেই সময় কাটছে ইউভানের। নিউজ18 বাংলাকে শুভশ্রীর দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায় বলেন, "বোনকে একটুও কাছছাড়া করতে চাইছে না ইউভান। ওকে কোলে নিয়ে বসে থাকছে।"
advertisement
4/5
নিজে একরত্তি হলে বোনের প্রতি যত্নে কোনও খামতি নেই রাজ-পুত্রের। দেবশ্রী বলেন, "বোনকে খুব যত্ন করে কোলে নিচ্ছে ইউভান। বোনের মাথার নিচে আলতো করে হাত রেখে ওকে নিজের কোলে রাখছে।"
advertisement
5/5
৩০ নভেম্বর কন্যাসন্তানের জন্ম দেন শুভশ্রী। একরত্তিকে ঘিরেই আপাতত আবর্তিত রাজ চক্রবর্তী এবং শুভশ্রীর পৃথিবী। ইয়ালিনীকে উপহারে ভরিয়ে দিচ্ছে তার কাছের মানুষেরা।